ফলে দুস্কৃতীদের হদিশ পেতে যথেষ্ট বেগ পেতে হবে পুলিশকে, এমনটাই বলছেন স্থানীয়রা। বুধবার রাতে নন্দীগ্রামের বিরুলিয়া এলাকায় একাধিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামের দুটো মন্দির, একটা মনসা, ও একটি রাস মন্দির। মনসা মন্দির থেকে পুজোর সব সামগ্রী, ও গহনা, এবং রাস মন্দিরের প্রণামী বাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটে। এমনকি স্থানীর এক ব্যক্তির বাড়ি থেকে সাইকেল চুরির ঘটনাও ঘটেছে। এক রাতে একের পর এক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
আরও পড়ুনঃ কেমন রয়েছে বীরেন্দ্র নাথ শাসমলের জন্মভিটে? জানুন তাঁর জন্মদিনে
স্থানীয় মানুষ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। তবে ঘটনায় কেউ এখনও পর্যন্ত গ্রেফতার হয়়নি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। যেভাবে এই চুরির ঘটনা ঘটেছে তাতে এলাকার মানুষ রিতীমতো আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদের অভিযোগ, রাতে পুলিশের গাড়ি বিভিন্ন জায়গায় টহল দিলেও তা ব্যর্থ হয়েছে এ ধরণের ঘটনা রুখতে। এদিকে এই ঘটনার জেরে এলাকায় রাতের নিরাপত্তা আরও জোরদার করার দাবি করছেন স্থানীয়রা।
Saikat Shee