Purba Medinipur News: কেমন রয়েছে বীরেন্দ্র নাথ শাসমলের জন্মভিটে? জানুন তাঁর জন্মদিনে

Last Updated:

ব্রিটিশ পরাধীন ভারতবর্ষে অবিভক্ত মেদিনীপুর ছিল স্বদেশী আন্দোলনের অন্যতম পিঠস্থান। অবিভক্ত মেদিনীপুরের মানুষজন ব্রিটিশদের বিরুদ্ধে বার বার রুখে দাঁড়িয়েছে। এই অবিভক্ত মেদিনীপুরে স্বাধীনতাকামী মানুষদের নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন সময়ে বিভিন্ন পুরোধা ব্যক্তিত্ব।

+
বীরেন্দ্রনাথ

বীরেন্দ্রনাথ শাসমলের মূর্তি

#কাঁথি : ব্রিটিশ পরাধীন ভারতবর্ষে অবিভক্ত মেদিনীপুর ছিল স্বদেশী আন্দোলনের অন্যতম পিঠস্থান। অবিভক্ত মেদিনীপুরের মানুষজন ব্রিটিশদের বিরুদ্ধে বার বার রুখে দাঁড়িয়েছে। এই অবিভক্ত মেদিনীপুরে স্বাধীনতাকামী মানুষদের নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন সময়ে বিভিন্ন পুরোধা ব্যক্তিত্ব। তাদের মধ্যে অন্যতম হলেন বীরেন্দ্রনাথ শাসমল। জীবনে কখনও ইংরেজদের কাছে তিনি মাথা নত করেননি। এমনকি তার ইচ্ছার সম্মান জানাতে মৃত্যুর পর তার দেহ দাঁড় করিয়েই দাহ কার্য সম্পন্ন হয়েছিল।
এহেন মহান ব্যক্তিত্বকে বর্তমানে ভুলতে বসেছে অবিভক্ত মেদিনীপুর তথা কাঁথির মানুষজন। তাঁর জন্মভিটে বাসগৃহ চূড়ান্ত অবহেলিত। মেদিনীপুর জেলার কাঁথি পরগনার চন্ডি ভেটিতে ১৮৮১ সালে ২৬ অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি। ১৯০০ সালে এন্ট্রান্স পাস করার পর কলকাতার রিপন কলেজে ভর্তি হন। ১৯০৪ সালে বিলেত থেকে ব্যারিস্টারী পাশ কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন।
advertisement
আরও পড়ুনঃ জেলার হস্তশিল্পের প্রসার ও বিকাশে কারু ও হস্তশিল্প প্রতিযোগিতা
বীরেন্দ্রনাথ শাসমল এর নেতৃত্বে ইউনিয়ন বোর্ড প্রতিরোধ আন্দোলন হয়েছিল। ভারতের জাতীয় কংগ্রেস এই আন্দোলনকে সমর্থন করেছিল। এই আন্দোলনে বীরেন্দ্রনাথ প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করে জানালেন যতদিন না তিনি ইউনিয়ন বোর্ড তুলতে পারবেন, ততদিন পর্যন্ত তিনি খালি পায়ে ঘুরে বেড়াবেন। ১৯২১ সালে ইংল্যান্ডের যুবরাজ ভারত বর্ষ পরিভ্রমনে এলে কংগ্রেসের বঙ্গীয় সম্পাদক হিসেবে কলকাতায় হরতাল সংগঠিত করেন বীরেন্দ্রনাথ শাসমল। তাঁর তেজস্বিতার কারণেই ইংরেজ সরকার ব্ল্যাক বুল (Black Bull) বলত।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কালী পূজার রাতে বিশেষ পূজা অর্চনা ও প্রদীপ দান বর্গভীমা মন্দিরে
১৯২৩ সালে জেলা বোর্ডের চেয়ারম্যান হন। চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন মামলায় তিনি স্বদেশীদের পাশে দাঁড়িয়ে মামলা লড়েছিলেন হাইকোর্টে। ৫৩ বছর বয়সে ২৪ নভেম্বর ১৯৩৪ -এ সালে মারা যান তিনি। কাঁথি মহাকুমার কাঁথি ২ ব্লক দেশপ্রাণ নামে নামাঙ্কিত হয়েছে। দক্ষিণ কলকাতার একটি রাস্তা দেশপ্রাণ নামে নামাঙ্কিত হয়েছে। মানুষ ভুলতে বসেছে, এই মহান মানুষটিকে। দেশপ্রাণ ব্লকের চন্ডীভেটিতে তাঁর বাসগৃহ বর্তমানে ভগ্নপ্রায়, কোনরূপ সংস্কারের উদ্যোগ নেয়নি প্রশাসন। ফলে সমস্ত এলাকা ঝোপঝাড় ঘনজঙ্গলে ভর্তি।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: কেমন রয়েছে বীরেন্দ্র নাথ শাসমলের জন্মভিটে? জানুন তাঁর জন্মদিনে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement