আরও পড়ুন: চকলেট ভুলে ফুলঝুরি, রং মশালেই মন মজেছে বাঙালির
এই মুহূর্তে শিক্ষা দুর্নীতিতে জর্জরিত রাজ্য রাজনীতি। গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ অনেক নেতা মন্ত্রী, দুর্নীতিগ্রস্থরা। যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন চাকরি হারিয়েছেন সেই শিক্ষেরাও। বিপুল শিক্ষা দুর্নীতি সামনে আসায় সমাজে কোনঠাসা শিক্ষক সমাজ। সেই সময়ই রাজ্যের এক কোনায় মাত্র ১১ টাকার বিনিময়ে সমাজের দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের নিরন্তর শিক্ষাদান করে চলেছে বেশ কিছু যুবক। ছাত্রছাত্রীদের মধ্যে কারোর পরিবারের আয় দোকান চালিয়ে, কারোর সেলাই মেশিন চালিয়ে বা কারোর কাগজের ঠোঙা বানিয়ে।
advertisement
মেধাবী হওয়া সত্ত্বেও পরিবারের ক্ষমতা নেই পড়াশোনার পিছনে খরচ করার মত। সেই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন ওই যুবকরা। কোনও পরিবার দেয় ১১ টাকা, কেউ ১৩ টাকা। এই টাকা নিয়েই চলছে শিক্ষাদান। পাশে দাঁড়িয়েছে একটি ক্লাব। তাঁদের ক্লাব ঘর ছেড়ে দিয়েছেন শিক্ষাদানের জন্যে। ক্লাবের কর্মকর্তারা জানালেন, পূর্বে সম্পূর্ণ বিনা পয়সাতেই পড়ানো হত। অনেক ছাত্র-ছাত্রী পড়তে আসলেও আসতে আসতে বাচ্চাদের আসা কমতে থাকে, তারপর থেকে তাঁরা এই যতসামান্য টাকা নেওয়া শুরু করেছেন।