South 24 Parganas News: চকলেট ভুলে ফুলঝুরি, রং মশালেই মন মজেছে বাঙালির
- Reported by:SUMAN SAHA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
এবার শব্দবাজি তৈরি ও বিক্রিতে সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর সেই কারণেই শব্দবাজি থেকে বিরত থাকছেন ক্রেতারাও
দক্ষিণ ২৪ পরগনা: কালীপুজোর বাজি কিনতে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে ভিড় ক্রমশ বাড়ছে। চম্পাহাটির হারাল চিরকালই বাজির জন্য প্রসিদ্ধ। ফুলঝুরি, চরকি, রংমশাল হোক বা পটকা, চকলেট, দোদোমার মত শব্দবাজি চম্পাহাটি সবকিছু তৈরিতেই দক্ষ।
যদিও এবার শব্দবাজি তৈরি ও বিক্রিতে সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর সেই কারণেই শব্দবাজি থেকে বিরত থাকছেন ক্রেতারাও। বদলে রঙিন আতসবাজি কিনে মন ভরাচ্ছেন বাজিপ্রেমীরা। চম্পাহাটিতে এবার শব্দবাজির বিকল্প হিসেবে বিভিন্ন ধরনের রঙিন বাজির সম্ভার ব্যাপকভাবে বেড়েছে। সেগুলোই মন জিতে নিচ্ছে সাধারণ মানুষের।
advertisement
advertisement
এবার শব্দবাজি বিক্রি না হওয়ায় আতস বাজির চাহিদা বেড়েছে। এই সুযোগে বিক্রেতারা আতস বাজির দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছেন। বাজি কিনতে আসা এক ক্রেতা বলেন, প্রতিবছর কালীপুজোর আগে চম্পাহাটি থেকে বিভিন্ন ধরনের বাজি কিনে নিয়ে যাই। এ বছর পুলিশের কড়াকড়ি থাকায় সেভাবে শব্দবাজির দেখা মিলছে না। তবে আতস বাজির দাম অনেকটা বাড়িয়ে দেওয়ায় বাজি কিনতে সমস্যা হচ্ছে।
advertisement
সুমন সাহা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Nov 09, 2023 6:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: চকলেট ভুলে ফুলঝুরি, রং মশালেই মন মজেছে বাঙালির







