আমপান ও ইয়াসে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী অঞ্চল কার্যত বিপর্যস্ত হয়েছিল। শুধু আমফাম বা ইয়াসে নয় প্রতি অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারে জেলার অন্যান্য উপকূলবর্তী অঞ্চলের পাশাপাশি রূপনারায়ণ নদের উপকূলবর্তী অঞ্চলে ভাঙনের তীব্রতা লক্ষ্য করা যায়। রূপনারায়ণ নদে জোয়ারের সময় ভেসে যায় উপকূলবর্তী অঞ্চল। তমলুক শহরের ১৪, ১৮, ১৯, ৬ ওয়ার্ড রূপনারায়ণ নদের তীরবর্তী হওয়ায় তীরবর্তী অঞ্চলের মানুষজন অমাবস্যা বা পূর্ণিমার জোয়ারের সময় অসুবিধার সম্মুখীন হয়।
advertisement
আরও পড়ুনঃ নড়বড়ে কাঠের সেতু! আতঙ্কে এলাকাবাসী
ভাঙনের শহরের দিকে ক্রমশ এগিয়ে আসছে রূপনারায়ণ নদ। আর তাই নিয়ে চিন্তিত পৌর প্রশাসন। তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান সহ কাউন্সিলর ১৪ নম্বর ওয়ার্ডের রূপনারায়ণ তীরবর্তী অঞ্চল পরিদর্শন করেন। পরিদর্শনের পর চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানান, 'রূপনারায়ণ নদের ভাঙন রীতিমতো চিন্তার বিষয়। নদী তীরবর্তী অঞ্চলের মানুষের ওপর ভাঙনের প্রভাব পড়ছে। দ্রুত যাতে নদী বাঁধ মেরামত করা যায় তা নিয়ে মুখ্যমন্ত্রী কে চিঠি লিখে বিষয়টি জানাব। এছাড়াও সেচ দফতর জানানো হবে। আশা করা যায় দ্রুত এই সমস্যা মিটবে।'
Saikat Shee