Purba Medinipur News: নড়বড়ে কাঠের সেতু! আতঙ্কে এলাকাবাসী

Last Updated:

পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তেই মানুষের মধ্যে খুব সমস্যা রাস্তাঘাট ব্রিজ নিয়ে। কোথাও বিড়াল রাস্তা কোথাও আবার বড় খালের ওপর নড়বড়ে কাঠের ব্রিজ। সাধারণ মানুষের অভিযোগ প্রশাসনকে জানিও কোন কাজ হয়নি।

+
ভগ্ন

ভগ্ন প্রায় কাঠের সেতু দিয়ে মানুষের যাতায়াত। 

#কোলাঘাট : পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তেই মানুষের মধ্যে খুব সমস্যা রাস্তাঘাট ব্রিজ নিয়ে। কোথাও বিড়াল রাস্তা কোথাও আবার বড় খালের ওপর নড়বড়ে কাঠের ব্রিজ। সাধারণ মানুষের অভিযোগ প্রশাসনকে জানিও কোন কাজ হয়নি। ফলে আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়ে নড়বড়ে কাঠের সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় কয়েকটি গ্রামের সাধারণ মানুষকে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে কাঠের সেতু নিয়ে ক্ষোভ সাধারণ মানুষের। কোলাঘাট ব্লকের অন্তর্গত কোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে থাকা রূপনারায়ণ নদের সংযোগকারী খালের কাঠের ব্রিজটি দীর্ঘদিন ধরে বেহাল।
কাঠের ব্রিজটি এলাকার বেশ কয়েকটি গ্রামের অন্যতম সংযোগকারী মাধ্যম। কিন্তু দীর্ঘদিন ধরে তার রুগ্ন অবস্থায়। ভেঙে গেছে উপরের পাঠাতন। সাগর এলাকাবাসীর উদ্যোগ নিয়ে বাঁশ দিয়ে সেই পাঠাতোন মেরামত করেছে। কারণ এছাড়া তাদের উপায় নেই। প্রতিদিন এই রাস্তা দিয়ে দৈনন্দিন কাজে এলাকাবাসী এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করে। এলাকাবাসীর ক্ষোভ প্রশাসনের ওপর। তাদের অভিযোগ বহুবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রশাসন ও ব্লক প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি।
advertisement
আরও পড়ুনঃ দুয়ারে সরকার ক্যাম্পে মৎস্যজীবীদের জন্য বিশেষ সুবিধা
জোয়ারের স্রোতের সময় ব্রিজটি দুলতে থাকে। পারাপার করতে ভয় লাগে বলে জানান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা আরো জানান এই এলাকায় কাঠের ব্রিজের পরিবর্তে কংক্রিটের ব্রিজ নির্মাণের কথা হয়েছিল বহু বছর আগে। সেইমতো কাঠের ব্রিজের পাশেই হয়েছে মাটি পরীক্ষা। কিন্তু ঐটুকুই এরপরে কংক্রিটের ব্রিজের প্রক্রিয়া আর এগোয়নি। বর্তমানে সাধারণ মানুষ চাইছে দ্রুত এই কাঠের ব্রিজটি মেরামত হোক। তা না হলে যে কোন দিন বড়সড় দুর্ঘটনা ঘটে যাবে।
advertisement
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: নড়বড়ে কাঠের সেতু! আতঙ্কে এলাকাবাসী
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement