তমলুক থানার পুলিশ সূত্রে জানা যায়, তাম্রলিপ্ত পৌরসভার অন্তর্গত ১৯ নম্বর ওয়ার্ডের নারায়নপুর এলাকার রূপনারায়ণ নদের তীরবর্তী অঞ্চলে কালো রঙের ত্রিপল ঘেরা একটি অস্থায়ী ঘরে প্রতিদিন সন্ধের পর চলত জুয়ার আসর। জুয়ার আসর জমাতে দূর দূরান্ত থেকে মানুষজন আসত। এরপরে সন্ধ্যে হলেই ওই এলাকায় যাতায়াতে সাধারণ মানুষ ভয় পেত। ওই এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন জুয়ার আসর বসার কারণে এলাকার শান্তি বিঘ্নিত হচ্ছিল সন্ধ্যে হলেই। গভীর রাত পর্যন্ত চলত জুয়ার আসর। ফলে শহরে বহিরাগতের আনাগোনা শুরু হতো সন্ধ্যে নামলেই।
advertisement
আরও পড়ুনঃ নদীবক্ষে ডলফিন ও ইলিশ মাছের সংরক্ষণের বার্তা
আর তাতেই এলাকায় চুরি ছিনতাইসহ নানান ধরনের দুষ্কৃতীকর্ম লেগেই ছিল। তমলুক থানার পুলিশ বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে, বাহিনী নিয়ে রাতের অন্ধকারে ওই জুয়ার আসলে হানা দেয়। জুয়ার আসরে হানা দিয়ে চারজনকে গ্রেফতার করে। রাতের অন্ধকারে অনেকেই গা ঢাকা দেয়। তমলুক থানার পুলিশ ওই জুয়ার আসর থেকে ৮১ হাজার ৮৩৯ টাকা নগদ, মোবাইল, ক্যালকুলেটর ও ১৪ টি মোটর বাইক উদ্ধার করে। তমলুক থানার পুলিশ সূত্রে জানা যায় বাকিদের গ্রেফতার করার জন্য। উদ্ধার হওয়া মোটর বাইক থেকে তাদের মালিকের পরিচয় জানার চেষ্টা চলছে।
Saikat Shee