Purba Medinipur News: নদীবক্ষে ডলফিন ও ইলিশ মাছের সংরক্ষণের বার্তা

Last Updated:

সময় যত এগোচ্ছে পশ্চিমবঙ্গ তথা পূর্ব মেদিনীপুর জেলার নদ নদীতে ইলিশ মাছের পরিমাণ তত কমছে। চলতি মাছ ধরার মরশুম শেষের পথে। এই মরশুমে ও ইলিশের আকাল মৎস্যজীবীদের মধ্যে।

+
ইলিশ

ইলিশ মাছ ও ডলফিন সংরক্ষণ বার্তা

#নন্দীগ্রাম : সময় যত এগোচ্ছে পশ্চিমবঙ্গ তথা পূর্ব মেদিনীপুর জেলার নদ নদীতে ইলিশ মাছের পরিমাণ তত কমছে। চলতি মাছ ধরার মরশুম শেষের পথে। এই মরশুমে ও ইলিশের আকাল মৎস্যজীবীদের মধ্যে। মূলত আকাল নিয়ে যে তথ্য উঠে এসেছে তা হল ব্যাপক পরিমাণে ছোট ইলিশ ধরে ফেলার কারণে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন নদ নদীতে ইলিশের দেখা নেই। এর পাশাপাশি বিভিন্ন নদ নদীর চরে ভেসে ওঠে গাঙ্গেয়াটিক ডলফিন অর্থাৎ শুশুকের মৃতদেহ। মূলত মৎস্যজিবীদের জালে ধরা পড়ে মারা যায় শুশুক।
তাই হলদিয়া হুগলি নদীতে ডলফিন ও ইলিশ মাছের অভিনব সংরক্ষণের সচেতনতা বার্তা দিল নন্দীগ্রাম -১ মৎস্য দফতর। নন্দীগ্রাম-১ ব্লকের কেন্দেমারী, কাঁটাখালি, গাংরাচর প্রভৃতি এলাকায় মৎস্যজীবী গ্রামেও সচেতনতার সভা করা হয়। নন্দীগ্রাম-১ ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু সহ কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষনা কেন্দ্রের ডাইরেক্টর বসন্ত কুমার দাস, প্রধান মৎস্য বিজ্ঞানী অর্চন কান্তি দাস সহ গবেষক ও মৎস্যজীবীরা সম্মিলিতভাবে এই প্রচার অভিযান চালালেন।
advertisement
আরও পড়ুনঃ আবার জাতীয় সড়কে ট্রাক দুর্ঘটনায় একজনের মৃত্যু
ইলিশ মাছ সংরক্ষণের মাধ্যমেই মৎস্যজীবীদের আয়ের পথ প্রশস্ত করাই লক্ষ্য বলে জানা যায় মৎস্য দফতর সূত্রে। নন্দীগ্রাম-১ ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু বলেন, 'জেলেদের ইলিশ মাছ ও শুশক প্রজাতিকে বাঁচিয়ে রাখতে সচেতন ভাবে নদী ও খালে সাবধানতা ভাবে মাছ ধরার আহবান জানানো হয় এ অনুষ্ঠানে। তার সঙ্গে ইলিশ সংরক্ষনের সরকারি বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আইসিডিএস কেন্দ্রে নিম্নমানের খাদ্য সামগ্রী! এলাকাবাসীর বিক্ষোভ
মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো হয় ছোট ইলিশ মাছ শিকার করা যাবে না। আবার মাছ শিকারের সময় জালে ডলফিন বা শুশুক ধরা পড়লে তা তৎক্ষণাৎ নদীতে ছেড়ে দেওয়ার কথা জানানো হয়।' মূলত ইলিশ মাছের সংরক্ষণের মাধ্যমেই মৎস্যজীবীদের আয়ের পথ প্রশস্ত করতে উদ্যোগী নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মৎস্য বিভাগ।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: নদীবক্ষে ডলফিন ও ইলিশ মাছের সংরক্ষণের বার্তা
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement