Purba Medinipur News: আবার জাতীয় সড়কে ট্রাক দুর্ঘটনায় একজনের মৃত্যু

Last Updated:

আবারও দুর্ঘটনা জাতীয় সড়কে। ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত সিদ্ধা বাজার এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় তিনটি গাড়ি উল্টে পড়ল জাতীয় সড়কের পাশে নয়ানজুলিতে।

+
Panskura

Panskura police station 

#পাঁশকুড়া : আবারও দুর্ঘটনা জাতীয় সড়কে। ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত সিদ্ধা বাজার এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় তিনটি গাড়ি উল্টে পড়ল জাতীয় সড়কের পাশে নয়ানজুলিতে। যার জেরে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। সোমবার সকালে পূর্ব মেদিনীপুরের সিদ্ধা গ্রামে ১৬ নম্বর জাতীয় সড়কে ঘটলো ভয়াবহ দুর্ঘটনা। জানা যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি একটি ডাম্পারকে কলকাতাগামী একটি স্টোনচিপস বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে।
আর এই ঘটনায় রাস্তার পাশে নয়নজলিতে উল্টে যায় ৩ টি গাড়ি। এবং এই ঘটনায় স্টোন চিপস বোঝাই ট্রাকের খালাসির মৃত্যু হয় বলে জানা যায়। তবে তার পরিচায় এখন পাওয়া যায়নি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছাড়ায় এবং ঘটনাস্থলে আসে পাঁশকুড়া থানার পুলিশ। এই দুর্ঘটনার জেরে যানজটের সৃষ্টি হয় সিদ্ধা বাজার এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার পথ দুর্ঘটনায় এড়াতে গত সপ্তাহে উচ্চ পর্যায়ের পুলিশ আধিকারিক-এর একটি দল জেলার জাতীয় সড়ক ও রাজ্য সড়কের বিভিন্ন দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলি ঘুরে দেখেন।
advertisement
আরও পড়ুনঃ বর্ষা পেরিয়ে শীতকাল, তবুও রাস্তার দাবিতে সোচ্চার গ্রামবাসীরা!
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ থেকে বার বার পথ দুর্ঘটনা রাশ টানতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা সত্ত্বেও পথ দুর্ঘটনা ঘটছে জেলার বিভিন্ন প্রান্তের রাজ্য সড়ক ও জাতীয় সড়কে। পূর্ব মেদিনীপুর জেলার ওপর দিয়ে গিয়েছে তিনটি জাতীয় সড়ক ও একাধিক রাজ্য সড়ক এছাড়াও গ্রামীণ সড়কে দুর্ঘটনায় প্রতি মাসে গড়ে প্রায় ৩৫ জনের মৃত্যু হচ্ছে যা চিন্তিত পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।
advertisement
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: আবার জাতীয় সড়কে ট্রাক দুর্ঘটনায় একজনের মৃত্যু
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement