Purba Medinipur News: বর্ষা পেরিয়ে শীতকাল, তবুও রাস্তার দাবিতে সোচ্চার গ্রামবাসীরা!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
বর্ষাকাল পেরিয়ে এখন শীতকালের দোরগোড়ায় ঋতু। তবুও পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন এলাকার রাস্তার দাবিতে সোচ্চার এলাকাবাসী। চলতি সপ্তাহের শুরুতেই রাস্তার দাবি নিয়ে নন্দকুমার- দিঘা জাতীয় সড়ক অবরোধ করেছিল স্থানীয় বাসিন্দারা।
#তমলুক : বর্ষাকাল পেরিয়ে এখন শীতকালের দোরগোড়ায় ঋতু। তবুও পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন এলাকার রাস্তার দাবিতে সোচ্চার এলাকাবাসী। চলতি সপ্তাহের শুরুতেই রাস্তার দাবি নিয়ে নন্দকুমার- দিঘা জাতীয় সড়ক অবরোধ করেছিল স্থানীয় বাসিন্দারা। এবার ময়না - মেচেদা রাজ্য সড়ক অবরোধ করল সাধারণ মানুষেরা। বহিচবেড়ার কাছে এদিন অবরোধে সামিল হয় পদুমপুর গ্রামের বাসিন্দারা। পদমপুর গ্রামের বাসিন্দাদের দাবি গ্রামের মূল রাস্তা দীর্ঘ ১৫ বছর ধরে বেহাল অবস্থায়। এর আগেও রাস্তার দাবি নিয়ে সোচ্চার হয়েছিল তারা।
তমলুক ব্লকের পদমপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পদমপুর থেকে খড়িডাঙ্গর পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা দীর্ঘ ১৫ বছর ধরে বেহাল। এই রাস্তার সরানোর দাবি নিয়ে এর আগে চলতি বছরের জুলাই মাসের ২৫ তারিখ ময়দা মেচোদা রাজ্য সড়ক অবরোধ করেছিল গ্রামবাসীরা। সে সময় পুলিশ প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ উঠিয়ে নিয়েছিল অবরোধকারীরা।
advertisement
আরও পড়ুনঃ কৃত্রিম আলো জ্বালিয়ে পাঁশকুড়ায় হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল চাষ
কিন্তু তারপরেও কেটে গেছে তিন মাসের বেশি সময় এখনো পর্যন্ত রাস্তা সারাইয়ের কোন উদ্যোগী নেওয়া হয়নি বলে অভিযোগ পদুমপুর গ্রামের বাসিন্দাদের। এদিন সকাল দশটার পর আবারও রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শামিল হয়। পদুমপুর গ্রামের বাসিন্দা আশা কর্মী রোহিণী হাইত প্রামাণিক জানান, 'গ্রামে রাস্তা এতটাই বেহাল রোগী সহ গর্ভবতী মহিলাদের চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়া যাচ্ছে না। গ্রামের বেশিরভাগ গর্ভবতী মহিলাদের হোম ডেলিভারি করতে হচ্ছে। ছাড়াও ছাত্র ছাত্রীসহ সাধারণ মানুষ এই রাস্তা নিয়ে নাজেহাল।'
advertisement
advertisement
আরও পড়ুনঃ আইসিডিএস কেন্দ্রে নিম্নমানের খাদ্য সামগ্রী! এলাকাবাসীর বিক্ষোভ
ওই গ্রামেরই আরেক বাসিন্দা শ্রীকান্ত পাল জানান, ' দীর্ঘ ১৫ বছর কেটে গেছে তবুও এই রাস্তা সারাইএর উদ্যোগ নেয়নি কেউই স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রশাসন ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনকেও এই রাস্তা সারাইএর বিষয়ে জানানো হয়েছে। আগেরবার পর পথ অবরোধের সময় ১৫ দিনের মধ্যে রাস্তা ছাড়াই কথা বলা হয়েছিল কিন্তু তা হয়নি। এবার এই রাস্তা সারাই না হলে আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামব। প্রসঙ্গত এদিন সকাল দশটার পর অফিস টাইমে ময়না মেচেদা রাজ্য সড়ক অবরোধে যান চলাচল ব্যাহত হয়। অবরোধে আটকে পড়েন বহু অফিস যাত্রী স্কুল ছাত্র ছাত্রী সহ অন্যান্য মানুষজনেরা। প্রায় তিন ঘন্টা পর পুলিশি হস্তক্ষেপে উঠে যায় অবরোধ। যান চলাচল স্বাভাবিক হয়।
advertisement
Saikat Shee
Location :
First Published :
November 11, 2022 4:37 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: বর্ষা পেরিয়ে শীতকাল, তবুও রাস্তার দাবিতে সোচ্চার গ্রামবাসীরা!