প্রসঙ্গত, সামনে পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনের আগে প্রতিটি রাজনৈতিক দলের কর্মসূচি শুরু হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে কর্মীদের মনোবল চাঙ্গা করতে একাধিক কর্মসূচি নিয়েছে রাজ্যের বিরোধী দল। সেই কর্মসূচিতে রবিবার যোগ দেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুনঃ বহু প্রাচীন এ উৎসব, ছটপুজোর মাহাত্ম্য জানলে অবাক হয়ে যাবেন
দিনভর কর্মসূচির পালনের পর দলীয় নেতা-নেত্রীদের নিয়ে সোমবার বর্গভীমা মন্দিরে যান তিনি। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা মন্দিরে বহু সময় বহু রাজনৈতিক ব্যক্তিত্বরা পুজো দিয়েছেন। সম্প্রতি কেন্দ্রের অর্থ দফতরের প্রতিমন্ত্রী পুজো দেন। এ দিন আবার বিরোধী দলের রাজ্য সভাপতি পুজো দিয়ে প্রার্থনা করেন।
advertisement
Saikat Shee
Location :
First Published :
Oct 31, 2022 5:13 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Sukanta Majumdar at Bargabhima Temple|| দলীয় কর্মসূচির ফাঁকে তমলুকের বর্গভীমা মন্দিরে সুকান্ত মজুমদার, দেখুন ভিডিও





