Chhath Puja 2022|| বহু প্রাচীন এ উৎসব, ছটপুজোর মাহাত্ম্য জানলে অবাক হয়ে যাবেন
- Published by:Shubhagata Dey
Last Updated:
Chhath Puja history and significance: ছটপুজো প্রাচীন হিন্দু উৎসব যা ভগবান সূর্য এবং দেবী ছাঠি মাইয়াকে উৎসর্গ করে। এছাড়াও এই উৎসবকে ছট পার্ব, ছেত্রী, ডালা ছট বা ডালা পুজো নামেও উল্লেখ করা হয়।
*ছটপুজোকে প্রাচীন হিন্দু উৎসব যা ভগবান সূর্য এবং দেবী ছঠি মাইয়াকে উৎসর্গ করে। এ ছাড়াও ছট পার্ব, ছেত্রী, ডালা ছট বা ডালা পুজো নামেও উল্লেখ করা হয়। এই উৎসবটি মোট ৪ দিনের দীর্ঘ আচার দ্বারা চিহ্নিত করা হয়। পবিত্র স্নান, নির্জলা ব্রতর মাধ্যমে পুজো সম্পন্ন করা হয় সূর্য দেবের। প্রতিবেদন ও ছবিঃ সার্থক পন্ডিত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*তৃতীয় দিনটি চিহ্নিত করে ‘শাম কি অর্ঘ্য’ যা অস্তগামী সূর্যকে পুজো করার পবিত্র আচার। শেষ দিনটি 'পরাণ'-কে চিহ্নিত করে। এদিন ভক্তরা উদীয়মান সূর্যের কাছে প্রার্থনা করার জন্য জলে দাড়িয়ে উপোস করে থাকা সূর্যকে মিষ্টি এবং ফল নিবেদন করেন। এবং জলাশয়ে দাঁড়িয়ে সূর্য দেবের আশীর্বাদ কামনা করেন। প্রার্থনা শেষ হয়ে গেলে, ভক্তরা সেই দিনের প্রথম খাবারটি প্রসাদ হিসেবে গ্রহণ করেন।