মোবাইল ও কম্পিউটারের নেশা কাটাতে ১১ দিন ধরে পাঁশকুড়াতে চলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট সফল হল। পাঁশকুড়ার PWD ময়দানে দিশারী কাপ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়। পাঁশকুড়ার স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির সহযোগিতায় এই টুর্নামেন্টটি চলে। পাঁশকুড়া ব্লক এলাকার ১২ টি স্কুল এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা মোবাইল গেম ও অনলাইন গেমে আসক্ত, ফলে তাদের মানসিক ও দৈহিক বিকাশে খামতি থাকে অনেক সময়।
advertisement
আরও পড়ুনঃ শিল্পাঞ্চল শহরে কারখানায় কর্মী নিয়োগের স্বচ্ছতা আনতে উদ্যোগী রাজ্য সরকার
ছাত্র-ছাত্রীদের মধ্যে মোবাইল বা অনলাইন গেম এর নেশা কাটাতে আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ নেওয়া হয় পাঁশকুড়ায়। সেমি ফাইনালে ওঠে চারটি স্কুল, তাদের মধ্যে ফাইনালে পৌঁছায় শ্যামসুন্দরপুর পটনা হাই স্কুল ও ভোগপুর কেনারাম মেমোরিয়াল হাইস্কুল।উপস্থিত ছিলেন টুর্নামেন্টে অংশগ্রহণকারী স্কুলের শিক্ষক শিক্ষিকারা। পাশাপাশি মাঠে ছিল উপচে পড়া দর্শকদের ভিড়।
আরও পড়ুনঃ নদীবক্ষে ডলফিন ও ইলিশ মাছের সংরক্ষণের বার্তা
ফাইনাল খেলায় ছিল টান টান উত্তেজনা। ৪-০ গোলে বিজয়ী হয় শ্যামসুন্দরপুর পাটনা হাই স্কুল। খেলার শেষে বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারপার্সন নন্দকুমার মিশ্র, উপস্থিত ছিলেন পাঁশকুড়ার স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির সভাপতি অমিয় সাহু, সম্পাদক অঞ্জন মন্ডল সহ একাডেমির একাধিক সদস্যরা।
Saikat Shee