পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনবহুল রেলস্টেশন পাঁশকুড়া জংশন ও মেচেদা রেল স্টেশন। তাই জিআরপিএফ এর উদ্যোগে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কোনো রকম নাশকতামূলক ঘটনা না যাতে না ঘটে, শুরু হয়েছে তল্লাশি। পাঁশকুড়া, মেচেদা ও ভোগপুর স্টেশনে কড়া চেকিং করে রেলপুলিশ। মেটালডিরেক্টার, পুলিশ কুকুর দিয়ে স্টেশনগুলিতে চেকিং চলছে।
আরও পড়ুন : হৃদরোগ, ক্যানসারের ভয়ে চিনি একদমই খাচ্ছেন না? জানুন বিশেষজ্ঞ কী বলছেন
advertisement
হামলাকারীরা নাশকতা মূলক কাজকর্ম যাতে করতে না পারে তার জন্য শুধু রেলস্টেশন নয়, যাত্রী সাধারণদের ব্যাগপত্র মেটাল ডিরেক্টর ও পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালান হচ্ছে। পাঁশকুড়া জিআরপিএফ-এর ওসি অনিমেষ বাউরী জানান, প্রজাতন্ত্র দিবসকে মাথায় রেখেই এই তল্লাশি চলছে। প্রজাতন্ত্র দিবসে যে কোনো ধরনের নাশকতা সব বানচাল করতে পাঁশকুড়া ও মেচেদা রেলস্টেশনের পাশাপাশি ভোগপুর রেল স্টেশন চত্বরেও যাত্রীদেরও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কোথাও কোনো অঘটন যাতে না ঘটে পাঁশকুড়া জি আর পি এফ এর উদ্যোগে তল্লাশি প্রক্রিয়া চলছে।
Saikat Shee