TRENDING:

Purba Medinipur News: নন্দীগ্রামের বিভিন্ন মাছের বাজারে মৎস্য দফতরের হানা

Last Updated:

আধুনিক স্বাস্থ্যকর মাছ বাজার / সুস্থ্য জীবন জীবিকার আধার“ –শ্লোগান নিয়ে মাছ-বাজারে নন্দীগ্রাম এক ব্লকের মৎস্য দফতর। সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে হচ্ছে মৎস্যজীবি নিবন্ধকরন প্রক্রিয়া। আর মৎস্যজীবী নিবন্ধ করণের আওতায় রয়েছে মাছ বিক্রেতারাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নন্দীগ্রাম : আধুনিক স্বাস্থ্যকর মাছ বাজার / সুস্থ্য জীবন জীবিকার আধার“ –শ্লোগান নিয়ে মাছ-বাজারে নন্দীগ্রাম এক ব্লকের মৎস্য দফতর। সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে হচ্ছে মৎস্যজীবি নিবন্ধকরন প্রক্রিয়া। আর মৎস্যজীবী নিবন্ধ করণের আওতায় রয়েছে মাছ বিক্রেতারাও। নন্দীগ্রাম-১ ব্লক মৎস্য বিভাগের উদ্যোগে সোনাচূড়া, কেন্দেমারি, গড় চক্রবেড়িয়া প্রভৃতি মাছের বাজারে বাজারে মাছ বিক্রেতাদের আবেদন পত্র বিলি করা হয়। ব্লকের মৎস্য দফতরের এমন পাশে এসে দাঁড়ানোয় খুশি মাছ বিক্রেতা আড়ৎদাররা।
advertisement

“আধুনিক স্বাস্থ্যকর মাছ বাজার / সুস্থ্য জীবন জীবিকার আধার“ - স্লোগান তৈরি করে মাছ বাজারে বাজারে সচেতনতার কর্মসূচী নিয়েছে নন্দীগ্রাম-১ ব্লক মৎস্য বিভাগ। নন্দীগ্রাম-১ ব্লক মৎস্য বিভাগের আহ্বানে সাড়া দিয়ে নন্দীগ্রাম মাছ বাজারের মৎস্য বিক্রেতাদের ব্যবস্থাপনায় ফরমালিন বিহীন মাছ বিক্রি, ইলিশ সংরক্ষন ও সরকারি নির্দেশিকা বিষয় নিয়ে এক অভিনব সচেতনতা শিবির অনুষ্ঠিত হল বৃহিস্পতিবার ২৪ নভেম্বর।

advertisement

আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুর জেলায় চাইল্ড ম্যারেজ রোধে তৎপর প্রশাসন

নন্দিগ্রাম বাজার কমিটির সভাপতি সেখ সাহিদুজ্জামান সাহেব মৎস্যবিভাগের বাজারে এসে আলোচনা সভার ভূয়সী প্রশংসা করে বলেন সরকারি প্রকল্প বিষয়ে আমরা জানতে পারলাম। মাছ বিক্রেতা রঞ্জন চৌধুরি বলেন ব্লকের মৎস্য দপ্তর যে পাশে আছে এতে আমরা খুশি। মাছ বিক্রেতা রজন আলি খাঁন, প্রভাত মাইতি, রতন প্রামানি্ সুব্রত দাস প্রভৃতি মাছ বিক্রেতা বলেন, এফ ই ও সাহেব আমাদের মৎস্যজীবী নিবন্ধ করনের বিষয়ে জানিয়েছিলেন তাই আমরা সবাই দল বেঁধে ফর্ম জমা দিয়েছি।

advertisement

আরও পড়ুনঃ আবারও হলদিয়া শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা!

এছাড়া এদিনের শিবিরে প্রধান মন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেই বিষয়েও আলচনা হয়েছে। মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু বলেন, উৎপন্ন ও আহরিত মৎস্য পন্যের বিপণন আধার হল মাছের বাজার , যেখান থেকে উপভোক্তা মাছ স্বাস্থ্য ও পুষ্টির জন্য কিনে নিয়ে যায় তেমনি এই বাজারকে কেন্দ্র করে রয়েছে কর্মসংস্থান , আতাই মাছ বাজার কেন্দ্র করে সচেতনতা শিবির অনুষ্টিত করছি। এদিনের সচেতনতা শিবিরে মাছ বিক্রেতা ছাড়াও জড়ো হয়েছিল এলাকার বাসিন্দারাও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: নন্দীগ্রামের বিভিন্ন মাছের বাজারে মৎস্য দফতরের হানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল