Purba Medinipur News: পূর্ব মেদিনীপুর জেলায় চাইল্ড ম্যারেজ রোধে তৎপর প্রশাসন
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
চাইল্ড ম্যারেজ ও ভ্রুণ হত্যায় প্রথম পূর্ব মেদিনীপুর, সচেতনতা বাড়াতে স্কুল কলেজে জেলা স্বাস্থ্য দফতরের বিশেষ উদ্যোগ। মাধ্যমিক -উচ্চ মাধ্যমিকে পাশের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর। সেই পূর্ব মেদিনীপুর এবার চাইল্ড ম্যারেজ ও ভ্রুণ হত্যায় নিরিখে প্রথম স্থানে রয়েছে।
#মহিষাদল : চাইল্ড ম্যারেজ ও ভ্রুণ হত্যায় প্রথম পূর্ব মেদিনীপুর, সচেতনতা বাড়াতে স্কুল কলেজে জেলা স্বাস্থ্য দফতরের বিশেষ উদ্যোগ। মাধ্যমিক -উচ্চ মাধ্যমিকে পাশের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর। সেই পূর্ব মেদিনীপুর এবার চাইল্ড ম্যারেজ ও ভ্রুণ হত্যায় নিরিখে প্রথম স্থানে রয়েছে। তাই জেলায় সচেতনতা বৃদ্ধির কারনে জেলার স্কুলে এবং কলেজে শুরু হয়েছে বিশেষ সচেতনতা প্রচার ও স্বাস্থ্য পরিক্ষা শিবির।
পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মহিষাদল গার্লস কলেজের এনএসএস বিভাগের ব্যবস্থাপনায় মহিষাদলে বিশেষ সচেতনতা শিবির ও স্বাস্থ্য পরিক্ষা শিবিরের ব্যবস্থা করা হয়। শিবিরের উদ্বোধন করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাষ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন সুভাষ চন্দ্র ঘাঁটা পূর্ব মেদিনীপুর জেলার ডিএমসিএইচও, ব্লক স্বাস্থ্য আধিকারিক কল্যাণ মিদ্যা, কলেজের টির্চার ইন চার্জ কৃষ্ণা সাহা হালদার সহ অন্যান্যরা।
advertisement
আরও পড়ুনঃ হারিয়ে যাওয়া ১১৫ টি মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল পুলিশ
এদিন কলেজের বিভিন্ন বিভাগের ২০০ জন ছাত্রী, থ্যালাসেমিয়া, এইচআইভি সহ অন্যান্য রোগ পরীক্ষায় অংশ নেয়। মহিষাদল গার্লস কলেজের এডুকেশন ডিপার্টমেন্ট এর ছাত্রী প্রিয়াঙ্কা মান্না ও জিওগ্রাফি ডিপার্টমেন্ট এর ছাত্রী কুহেলী মালী জানান, কলেজ থেকে আমরা এই ধরনের সুযোগ পেয়ে যেমন স্বাস্থ্য পরীক্ষার সুযোগ মিলছে তেমনি স্বাস্থ্য বিষয়ক আলোচনা যা আমাদের আগামীদিনে সুন্দর জীবন যাপনের ক্ষেত্রে অনেকটাই সুবিধে হবে। এখন থেকে আমাদের সকলকে সচেতন হতে হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আবারও হলদিয়া শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা!
পূর্ব মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাষ রায় বলেন, জেলায় সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জেলার বিভিন্ন স্কুলে এবং কলেজে এই ধরনে সচেতনতা ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের একক চেস্টায় চাইল্ড ম্যারেজ বা ভ্রুণ হত্যা কমানো যাবে না। সকলের চেস্টায় তা ধিরে ধিরে কমবে। তাই সকল সচেতন নাগরিককে সচেতন হওয়ার আহ্বান জানাই।
advertisement
Saikat Shee
Location :
First Published :
November 24, 2022 8:03 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: পূর্ব মেদিনীপুর জেলায় চাইল্ড ম্যারেজ রোধে তৎপর প্রশাসন