এলাকাবাসীদের প্রশ্ন ২০১৭ সালের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তা শিলান্যাস করার পরেও এখনো কেন নির্মাণ করা হল না কংক্রিট রাস্তা? তাই তাঁরা কাঁচা রাস্তা কংক্রিট করার দাবি ও কাঠের ভগ্ন পুলগুলি কংক্রিট করার দাবি নিয়ে অঞ্চল অফিস ঘেরাও করে।
আরও পড়ুনঃ দিঘায় নুলিয়াদের তৎপরতায় প্রাণ বাঁচল একই পরিবারের তিনজনের!
advertisement
কয়েক বছর ধরে রাস্তাটি কংক্রিট করার দাবিতে এর আগেও বার বার ডেপুটেশন দিয়েছেন, তমলুক মেছেদা রাজ্য সড়কও অবরোধ ও করেছিলেন এলাকাবাসী। এর পাশাপাশি এলাকাবাসীরা আরও জানান প্রধান, বিডিও, পুলিশ প্রশাসন বার বার কথা দেওয়া সত্ত্বেও আজও পর্যন্ত কোনও ভূমিকা পালন করেননি।
আরও পড়ুনঃ কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন শিবির আয়োজনের মাধ্যমে হল দুর্গাপূজার সূচনা পর্ব
বল্লুক ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান শরৎ মেট্যা জানান, এই রাস্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্যানাস করার পরও নির্মাণ করা যায়নি কিছু কারণ বশত। তবে এই রাস্তা ইরিগেশন এর মাধ্যমে মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র নজর দিয়েছেন, তবে আগামী দিনে দ্রুততার সাথে এই রাস্তা নির্মাণ করা হবে।
Saikat Shee