প্রসঙ্গত পুলিশ সূত্রে জানা যায় পূর্ব মেদিনীপুর জেলায় প্রতিমাসে গড়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন প্রায় ৩৫ জন। সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তারপরই পূর্ব মেদনীপুর জেলার বিভিন্ন জাতীয় সড়ক ও রাজ্য সড়কের ব্ল্যাক স্পট সহ জেলার ট্রাফিক নিরাপত্তা খতিয়ে দেখতে আছেন এ ডি জি ট্রাফিক সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকগণ।
advertisement
আরও পড়ুনঃ রূপনারায়ণ নদের তীরবর্তী অঞ্চল থেকে ১৪টি বাইক ও প্রায় লক্ষাধিক টাকা উদ্ধার
উল্লেখ্য পূর্ব মেদিনীপুর জেলার ওপর দিয়ে বয়ে গেছে তিনটি জাতীয় সড়ক ও অনেকগুলি রাজ্য সড়ক এছাড়াও গ্রামীণ সড়ক রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় রয়েছে হলদিয়া কোলাঘাটের মতো শিল্পাঞ্চল শহরের পাশাপাশি দিঘা মন্দারমনি শঙ্করপুর এর মতো জনপ্রিয় সমুদ্র পর্যটন কেন্দ্র। ফলে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন রাস্তাঘাটে গাড়ির সংখ্যা বেশি। চলতি নভেম্বর মাসেই এ পর্যন্ত পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুড়ি জন মানুষ।
আরও পড়ুনঃ শিল্পাঞ্চল শহরে কারখানায় কর্মী নিয়োগের স্বচ্ছতা আনতে উদ্যোগী রাজ্য সরকার
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ পথ নিরাপত্তা বিষয়ে মানুষকে সচেতন করতে দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সাধারণ মানুষের সামনে তুলে ধরে অভিনব সচেতনতা বার্তা দিতে উদ্যোগী হয়েছেন। সেই মতো নন্দকুমারে দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রজেক্টর ও পর্দার মাধ্যমে জনসাধারণের সামনে তুলে ধরা হয়। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ডি এস পি ট্রাফিক পবিত্র কুমার বারিক জানিয়েছেন, এ ডি জি ট্রাফিক ও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে সাধারণ মানুষকে পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।'
Saikat Shee