Pura Medinipur News: রূপনারায়ণ নদের তীরবর্তী অঞ্চল থেকে ১৪টি বাইক ও প্রায় লক্ষাধিক টাকা উদ্ধার

Last Updated:

তমলুক থানা পুলিশের বড়সড় সাফল্য রূপনারায়ণ নদের তীরবর্তী অঞ্চল থেকে গ্রেফতার করল চারজনকে। সঙ্গে উদ্ধার হল প্রায় এক লক্ষ টাকা ১৪ টি মোটর বাইক ক্যালকুলেটর ও মোবাইল। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে প্রতিটি থানা নিজে নিজে এলাকায় জুয়া সাটা বিভিন্ন ঠেকে হানা দিচ্ছে।

+
তমলুক

তমলুক থানা

#তমলুক : তমলুক থানা পুলিশের বড়সড় সাফল্য রূপনারায়ণ নদের তীরবর্তী অঞ্চল থেকে গ্রেফতার করল চারজনকে। সঙ্গে উদ্ধার হল প্রায় এক লক্ষ টাকা ১৪ টি মোটর বাইক ক্যালকুলেটর ও মোবাইল। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে প্রতিটি থানা নিজে নিজে এলাকায় জুয়া সাটা বিভিন্ন ঠেকে হানা দিচ্ছে। সেইমতো তমলুক থানার পুলিশ রূপনারায়ণ নদের তীরবর্তী অঞ্চলে জুয়ার ঠেকে হানা দিয়ে চারজনকে গ্রেফতারের পাশাপাশি প্রায় এক লক্ষ টাকা উদ্ধার করল।
তমলুক থানার পুলিশ সূত্রে জানা যায়, তাম্রলিপ্ত পৌরসভার অন্তর্গত ১৯ নম্বর ওয়ার্ডের নারায়নপুর এলাকার রূপনারায়ণ নদের তীরবর্তী অঞ্চলে কালো রঙের ত্রিপল ঘেরা একটি অস্থায়ী ঘরে প্রতিদিন সন্ধের পর চলত জুয়ার আসর। জুয়ার আসর জমাতে দূর দূরান্ত থেকে মানুষজন আসত। এরপরে সন্ধ্যে হলেই ওই এলাকায় যাতায়াতে সাধারণ মানুষ ভয় পেত। ওই এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন জুয়ার আসর বসার কারণে এলাকার শান্তি বিঘ্নিত হচ্ছিল সন্ধ্যে হলেই। গভীর রাত পর্যন্ত চলত জুয়ার আসর। ফলে শহরে বহিরাগতের আনাগোনা শুরু হতো সন্ধ্যে নামলেই।
advertisement
advertisement
আর তাতেই এলাকায় চুরি ছিনতাইসহ নানান ধরনের দুষ্কৃতীকর্ম লেগেই ছিল। তমলুক থানার পুলিশ বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে, বাহিনী নিয়ে রাতের অন্ধকারে ওই জুয়ার আসলে হানা দেয়। জুয়ার আসরে হানা দিয়ে চারজনকে গ্রেফতার করে। রাতের অন্ধকারে অনেকেই গা ঢাকা দেয়। তমলুক থানার পুলিশ ওই জুয়ার আসর থেকে ৮১ হাজার ৮৩৯ টাকা নগদ, মোবাইল, ক্যালকুলেটর ও ১৪ টি মোটর বাইক উদ্ধার করে। তমলুক থানার পুলিশ সূত্রে জানা যায় বাকিদের গ্রেফতার করার জন্য। উদ্ধার হওয়া মোটর বাইক থেকে তাদের মালিকের পরিচয় জানার চেষ্টা চলছে।
advertisement
Saikat Shee
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Pura Medinipur News: রূপনারায়ণ নদের তীরবর্তী অঞ্চল থেকে ১৪টি বাইক ও প্রায় লক্ষাধিক টাকা উদ্ধার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement