পাঁশকুড়া থানা পুলিশ ওই ঘটনার তদন্তে নেবে জানতে পারে ওই গৃহবধূ নিখোঁজ হয়নি। বরং নিজে পছন্দের মানুষের সঙ্গে স্বামীর ঘর ছেড়েছে। জানা যায় ওই গৃহবধূর বাপের বাড়ি পাঁশকুড়া থানা এলাকায় মেচগ্রামে। বছর পাঁচেক আগে পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত চার নম্বর ওয়ার্ডে এক যুবকের সঙ্গে বিয়ে হয়। রয়েছে ৪ বছরের কন্যা সন্তান। কিন্তু ওই গৃহবধূর স্বামীর সংসারে মন টিক ছিল না। কারণ স্বামী বছরের বেশিরভাগ সময়ই কাজের সূত্রে বাড়ির বাইরে থাকেন। জনপ্রিয় সোশ্যাল মাধ্যমে এক যুবকের সঙ্গে পরিচয় হয়। ওই যুবক কর্মসূত্রে ভিন রাজ্যে থাকে। পরিচয় ক্রমে ভালোবাসার সম্পর্কে গড়ায়। তারই হাত ধরে বাড়ি ছাড়েন ওই গৃহবধূ।
advertisement
আরও পড়ুন - Viral Video: পাকিস্তান পিচকে হাসির খোরাক করলেন জো রুট, ঘপাঘপ শেয়ার হচ্ছে ভাইরাল ভিডিও
আরও পড়ুন - Sexiest Fan: কাতারের মরুভূমি গ্যালারিতে যৌবনের মরুদ্যান, চোখ ফেরাতে পারছেন না কেউই, রইল হট ফটো
ওই গৃহবধূর মা পাঁশকুড়া থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা করলেও ওই গৃহবধূ সম্প্রতি নিজে থেকেই ফিরে এসেছেন। কারণ প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে চাইলেও সেখানেও মন টেকেনি।
তবে ওই গৃহবধুর প্রতিবেশীদের কথায় জানা যায় এর আগেও দুজন পুরুষের সঙ্গে স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল ওই গৃহবধূ। সেই দুবারও কিছুদিন পরে স্বামীর সংসারে ফিরে এসেছিল ওই গৃহবধূ। বারবার ঘর ছাড়াই আর স্বামীর ঘরে ঠাঁই দিতে রাজি নয় স্বামী। আগের দুবার স্বামী নিজেই তাকে ফিরিয়ে এনেছিল হাওড়া স্টেশন থেকে। এবার নিজের থেকে ফিরে আসার আগে ওই গৃহবধূ স্বামীর সঙ্গে ফোনে যোগাযোগ করে। কিন্তু বারবার বিভিন্ন পুরুষের সঙ্গে ঘর ছাড়ায়, গৃহবধূর স্বামী তাকে সংসারে ফিরিয়ে নিতে রাজি হয়নি।
Saikat Shee