Viral Video: পাকিস্তান পিচকে হাসির খোরাক করলেন জো রুট, ঘপাঘপ শেয়ার হচ্ছে ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
Last Updated:
তার ভিডিও ধড়াধড় শেয়ার হচ্ছে৷ রুটের ভিডিও পাকিস্তান ক্রিকেট বোর্ড শেয়ার করেছে৷
#রাওয়ালপিন্ডি: পাকিস্তান বনাম ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ রাওয়ালপিন্ডিতে খেলা হবে। এই ম্যাচে পিচ এমন ব্যবহার করছে যা নিয়ে প্রচুর সমালোচনা চলছে৷ প্রথম ইনিংসে ৪ জন ক্রিকেটার শতরান করেছিলেন যার দৌলতে ৬৫৭ রান হয়েছিল৷ পাকিস্তানও খুব একটা পিছিয়ে ছিল না তারাও ৫৭৯ রান করে ফেলে৷ তিন জন পাক ক্রিকেটার শতরান করেন৷ ম্যাচের চতুর্থ দিনে তিনি মজার ভিডিওর খোরাক দিয়ে দেন৷ পাকিস্তান ক্রিকেট নিজেদের অফিসিয়াল হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করেছে৷ যা একেবারে ভাইরাল ভিডিও হয়ে গেছে৷
পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যে রাওয়ালপিন্ডি ১ ডিসেম্বর তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়ে গেছে৷ এক দশক বাদে পাকিস্তানে সফর করছে ইংল্যান্ড৷ পাকিস্তানে এমন পিচ তৈরি হয়েছে যা ব্যাটসম্যানদের জন্য স্বর্গরাজ্য৷ প্রথম ইনিংসে দু দল মিলিয়ে মোট ৯ জন শতরান করে ফেলেছেন৷ এই ম্যাচে এবার জো রুটের ব্যাটিং ভাইরাল হয়ে গেছে৷
advertisement
আরও পড়ুন - Cyclone Update: ফের বইবে হু হু করে হাওয়া, উথালপাথাল হবে সমুদ্র, কলকাতার কী হাল, রইল আপডেট
advertisement
রইল সেই ভাইরাল ভিডিও
Joe Root decides to bat left-handed 😳#PAKvENG | #UKSePK pic.twitter.com/GOvnkof54B
— Pakistan Cricket (@TheRealPCB) December 4, 2022
advertisement
ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলাকালীন নন স্ট্রাইক এন্ডে কোনও কিছুর সাহায্য ছাড়া ব্যাট দাঁড়িয়ে ছিল৷ তার ভিডিও ধড়াধড় শেয়ার হচ্ছে৷ রুটের ভিডিও পাকিস্তান ক্রিকেট বোর্ড শেয়ার করেছে৷
ইংল্যান্ডেক জো রুট রাওয়ালপিন্ডি টেস্টে ২০২২ এ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে বাঁ হাতের ক্রিকেটার খেলার সিদ্ধান্ত নিয়েছিল , ১৯৮৬ তে- ফয়সলাবাদ ওয়ানডে পাকিস্তানি ক্রিকেটার সেলিম মালিক এরকম করেছিল৷ এদিকে সুনীল গাভাসকরও কর্নাটকের বিরুদ্ধে ১৯৮১ তে রনজি ট্রফি সেমিফাইনালেও এরকম করেছিলেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 04, 2022 5:45 PM IST

