Cyclone Update: ফের বইবে হু হু করে হাওয়া, উথালপাথাল হবে সমুদ্র, কলকাতার কী হাল, রইল আপডেট
- Published by:Debalina Datta
Last Updated:
আবহাওয়ার বিরূপতার সাক্ষী হচ্ছে ফের দেশের একটা বড় অংশ৷
advertisement
advertisement
রবিবার অর্থাৎ আজ থেকেই বৃষ্টি বাড়বে নিকোবর দ্বীপপুঞ্জে। সোমবার থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে তামিলনাড়ু ও পুদুচেরি উপকূল এলাকায়। ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। দক্ষিণ বঙ্গোপসাগরে ৬০-৭০ কিমি প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। Photo -IMD
advertisement
advertisement
advertisement
ঘন কুয়াশার সতর্কতা থাকছে পাঞ্জাব ও হিমাচল প্রদেশে আগামী দুদিন প্রবল কুয়াশায় ঢাকতে পারে এই দুই রাজ্য। উত্তর-পশ্চিম ভারতের অন্যান্য রাজ্যেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। আগামী দু দিন কুয়াশা হতে পারে ওড়িশা রাজ্যে ও। এ ছাড়া উত্তর প্রদেশের কিছু এলাকায় এবং আসাম মেঘালয় মনিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে আগামী দু -তিন দিন কুয়াশার সতর্কতা থাকছে।
advertisement
advertisement
advertisement
advertisement
উত্তরবঙ্গে স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা ছিল আপাতত সেই তাপমাত্রায় কোন পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে কমবে। আগামী ২-৩ দিনে স্বাভাবিক বা স্বাভাবিকের নিচের দিকে তাপমাত্রা থাকতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বইবে উত্তুরে হওয়া। আগামী দু-তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সকাল সন্ধ্যা জেলায় জেলায় শীতের আমেজ একটু বেশি অনুভূত হবে। কলকাতায় সকাল ও সন্ধ্যাতে শীতের আমেজ বাড়বে।