আরও পড়ুন: শিক্ষক দিবসের দিন জয়নগরের স্কুলে দুঃসাহসিক চুরি
পঞ্চায়েত ভোটে রাজ্যের শাসক দল তৃণমূলকে টেক্কা দিয়ে খেজুরি-২ পঞ্চায়েত সমিতিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। কিন্তু সমিতির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের আগে হঠাৎই রাজনৈতিক সমীকরণ বদলে যায়। বিজেপির দুই জয়ী পঞ্চায়েত সমিতি প্রার্থী দল বদলে তৃণমূলে যোগ দেন। আর তাতেই খেজুরি-২ পঞ্চায়েত সমিতিতে সংখ্যাগরিষ্ঠতা পায় তৃণমূল। বিজেপির যে দুই জয়ী সদস্য তৃণমূলে যোগ দিয়েছিলেন তাঁরাই সভাপতি ও সহ-সভাপতি হন।
advertisement
কিন্তু অনেকটা নন্দীগ্রামের ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল খেজুরি-২ পঞ্চায়েতের স্থায়ী সমিতি গঠনের ভোটে। স্থায়ী সমিতি গঠন নিয়ে এদিন সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল খেজুরিজুড়ে। সেই উত্তেজনার পারদ তুঙ্গে ওঠে এলাকার সাংসদের স্থায়ী সমিতি নির্বাচনে ভোট দেওয়াকে ঘিরে। এদিন স্থায়ী সমিতি নির্বাচনের জন্য কাঁথির সাংসদ শিশির অধিকারী ব্লক অফিস চত্বরে এলেই উত্তেজনা দেখা দেয়। সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপি সমর্থকরা। বিজেপির দাবি, এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টির জন্য শাসক দল বোমাবাজি করেছে।
সৈকত শী