আরও পড়ুন Malda News: মালদহের আট রকমের আম মিলছে এবার কলকাতার আম মেলায়
চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে আসল মালিকদের হাতে তুলে দেওয়ার পর এদিন সাংবাদিক বৈঠক করে ভবানীপুর থানার ওসি বলেন, ''বিভিন্ন সময়ে মোবাইল মালিকেরা থানায় এসে মোবাইল চুরির অভিযোগ জানায়। সম্প্রতি ভবানীপুর থানায় বেশ কিছু মোবাইল চুরির অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। তদন্তে নেমে আমরা এখনও পর্যন্ত ২১ টি মোবাইল উদ্ধার করি। মোবাইল চুরির সঙ্গে যুক্ত থাকা লোকেরা সেগুলি অন্যকে বিক্রি করে দিয়েছিল। আমরা সেগুলি উদ্ধার করে মালিকের হাতে তুলে দেই। তিনটি কিপ্যাড মোবাইল ও ১৮ টি অ্যান্ড্রয়েড মোবাইল।''
advertisement
ভবানীপুর থানা সূত্রে জানা যায় চুরি যাওয়া ২১ টি মোবাইলের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। চুরি যাওয়া মোবাইল হাতে পেয়ে বেজায় খুশি মালিকরা। শিল্প শহর হলদিয়ার রাধাবল্লবচকের বাসিন্দা সুদীপ্তা দাস বলেন, "গত জানুয়ারি মাসে হলদিয়ার বিগ বাজার থেকে আমার মোবাইলটি চুরি হয়ে যায়। থানায় অভিযোগ করি। হারিয়ে যাওয়া মোবাইল হাতে পেয়ে খুব ভাল লাগছে।"
Saikat Shee