TRENDING:

East Midnapur News:খুশির খবর! চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল পুলিশ

Last Updated:

চুরি এবং ছিনতাই হওয়া ২১টি মোবাইল উদ্ধার করে প্রাপকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ। হলদিয়ার ভবানীপুর থানায় মোবাইল সেটগুলি মালিকদের হাতে। তুলে দেন ওসি মহিউল ইসলাম। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব মেদিনীপুর: শিল্পশহর হলদিয়ায় চুরি যাওয়া ২১ টি মোবাইল মালিকের হাতে তুলে দিল জেলা পুলিশ। গত কয়েক মাস ধরে শিল্পনগরী হলদিয়া একাধিক এলাকায় চুরি যাচ্ছিল একের পর এক মোবাইল। বিগত ৫ মাস ধরে একাধিক মানুষের মোবাইল চুরির অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ২১ টি দামী মোবাইল উদ্ধার করে। হলদিয়ার ভবানীপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় থেকে চুরি যাওয়া মোবাইল উদ্ধারের পর মালিকের হাতে তুলে দেন ভবানীপুর থানার ওসি মহম্মদ মহিউল ইসলাম৷
advertisement

আরও পড়ুন Malda News: মালদহের আট রকমের আম মিলছে এবার কলকাতার আম মেলায়

চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে আসল মালিকদের হাতে তুলে দেওয়ার পর এদিন সাংবাদিক বৈঠক করে ভবানীপুর থানার ওসি বলেন, ''বিভিন্ন সময়ে মোবাইল মালিকেরা থানায় এসে মোবাইল চুরির অভিযোগ জানায়। সম্প্রতি ভবানীপুর থানায় বেশ কিছু মোবাইল চুরির অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। তদন্তে নেমে আমরা এখনও পর্যন্ত ২১ টি মোবাইল উদ্ধার করি। মোবাইল চুরির সঙ্গে যুক্ত থাকা লোকেরা সেগুলি অন্যকে বিক্রি করে দিয়েছিল। আমরা সেগুলি উদ্ধার করে মালিকের হাতে তুলে দেই। তিনটি কিপ্যাড মোবাইল ও ১৮ টি অ্যান্ড্রয়েড মোবাইল।''

advertisement

ভবানীপুর থানা সূত্রে জানা যায় চুরি যাওয়া ২১ টি মোবাইলের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। চুরি যাওয়া মোবাইল হাতে পেয়ে বেজায় খুশি মালিকরা। শিল্প শহর হলদিয়ার রাধাবল্লবচকের বাসিন্দা সুদীপ্তা দাস বলেন, "গত জানুয়ারি মাসে হলদিয়ার বিগ বাজার থেকে আমার মোবাইলটি চুরি হয়ে যায়। থানায় অভিযোগ করি। হারিয়ে যাওয়া মোবাইল হাতে পেয়ে খুব ভাল লাগছে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Midnapur News:খুশির খবর! চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল