নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়ায়, পাঁশকুড়ার বারাঙ্গা বাজার ICDS স্কুলের দিদিমণিকে ঘিরে এলাকায় উত্তেজনা। পাঁশকুড়া থানার অন্তর্গত পাঁশকুড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বারাঙ্গা বাজার ICDS school এ সকালে এলাকাবাসীরা দিদিমণিকে ঘিরে বিক্ষোভ দেখায়। এলাকাবাসীর অভিযোগ, পড়ুয়াদের খাবার অতি নিম্নমানের দেওয়া হয়, মুরগি ডিমের জায়গায় হাস ডিম খাওয়ানো হয়, রেশন জাতীয় দ্রব্যে পোকা ধরা যা বাড়ির গবাদিপশু পর্যন্ত খায় না সেই রেশন দ্রব্য দিয়ে স্কুলে রান্না করা হয়।
advertisement
আরও পড়ুনঃ কাঁথি শহরের রাস্তা যানজট মুক্ত করতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ
এবং বাচ্চার মা অনুপস্থিত থাকলে তার বাড়ির লোকজন এলে তাকে খাওয়ার দেওয়া হয় না,পাশাপাশি স্কুলে একজনই দিদিমণি রয়েছে তিনি রান্নাও করেন, যার ফলে পড়াশোনা ঠিকমত হচ্ছে না। এই অভিযোগ জানিয়ে সাধারণ মানুষ ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকার বদলির দাবি জানান। যদিও এই সমস্ত অভিযোগ অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের দিদিমণি জাহানারা বিবি। তিনি জানান, তার ওপর আসা সমস্ত অভিযোগ মিথ্যে।
আরও পড়ুনঃ রূপনারায়ণের ভাঙন থেকে শহরকে বাঁচাতে তৎপর পৌর প্রশাসন
উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন শিশুর পরিবারের লোকজন এই মিথ্যে অভিযোগ নিয়ে আসছে। প্রসঙ্গত শিশুদের বৃদ্ধিতে পুষ্টির যাতে না খামতি থাকে তাই প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য ডিম ভাত ডাল ও খিচুড়ি দেওয়া হয় প্রতিদিন। পূর্ব মেদিনীপুর জেলার এর আগেও বেশ কিছু অঙ্গনওয়াড়িকেন্দ্রে এ ধরনের অভিযোগ উঠেছিল। এবার পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একই অভিযোগ নিয়ে মানুষ সোচ্চার হল।
Saikat Shee