TRENDING:

Purba Medinipur News: আইসিডিএস কেন্দ্রে নিম্নমানের খাদ্য সামগ্রী! এলাকাবাসীর বিক্ষোভ

Last Updated:

আইসিডিএস কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাল সাধারণ মানুষ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা ও শিক্ষিকার বদলি করার দাবিতে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডের একটি আইসিডিএস কেন্দ্রে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পাঁশকুড়া : আইসিডিএস কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাল সাধারণ মানুষ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা ও শিক্ষিকার বদলি করার দাবিতে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডের একটি আইসিডিএস কেন্দ্রে। সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে ওই আইসিডিএস কেন্দ্র থেকে শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য নিম্নমানের খাদ্য অর্থাৎ ভাত ডাল বা খিচুড়ি দেওয়া হচ্ছে। এমনকি মুরগির ডিমের পরিবর্তে অন্য ডিম দেওয়া হচ্ছে।
advertisement

নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়ায়, পাঁশকুড়ার বারাঙ্গা বাজার ICDS স্কুলের দিদিমণিকে ঘিরে এলাকায় উত্তেজনা। পাঁশকুড়া থানার অন্তর্গত পাঁশকুড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বারাঙ্গা বাজার ICDS school এ সকালে এলাকাবাসীরা দিদিমণিকে ঘিরে বিক্ষোভ দেখায়। এলাকাবাসীর অভিযোগ, পড়ুয়াদের খাবার অতি নিম্নমানের দেওয়া হয়, মুরগি ডিমের জায়গায় হাস ডিম খাওয়ানো হয়, রেশন জাতীয় দ্রব্যে পোকা ধরা যা বাড়ির গবাদিপশু পর্যন্ত খায় না সেই রেশন দ্রব্য দিয়ে স্কুলে রান্না করা হয়।

advertisement

আরও পড়ুনঃ কাঁথি শহরের রাস্তা যানজট মুক্ত করতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ

এবং বাচ্চার মা অনুপস্থিত থাকলে তার বাড়ির লোকজন এলে তাকে খাওয়ার দেওয়া হয় না,পাশাপাশি স্কুলে একজনই দিদিমণি রয়েছে তিনি রান্নাও করেন, যার ফলে পড়াশোনা ঠিকমত হচ্ছে না। এই অভিযোগ জানিয়ে সাধারণ মানুষ ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকার বদলির দাবি জানান। যদিও এই সমস্ত অভিযোগ অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের দিদিমণি জাহানারা বিবি। তিনি জানান, তার ওপর আসা সমস্ত অভিযোগ মিথ্যে।

advertisement

View More

আরও পড়ুনঃ রূপনারায়ণের ভাঙন থেকে শহরকে বাঁচাতে তৎপর পৌর প্রশাসন

উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন শিশুর পরিবারের লোকজন এই মিথ্যে অভিযোগ নিয়ে আসছে। প্রসঙ্গত শিশুদের বৃদ্ধিতে পুষ্টির যাতে না খামতি থাকে তাই প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য ডিম ভাত ডাল ও খিচুড়ি দেওয়া হয় প্রতিদিন। পূর্ব মেদিনীপুর জেলার এর আগেও বেশ কিছু অঙ্গনওয়াড়িকেন্দ্রে এ ধরনের অভিযোগ উঠেছিল। এবার পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একই অভিযোগ নিয়ে মানুষ সোচ্চার হল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: আইসিডিএস কেন্দ্রে নিম্নমানের খাদ্য সামগ্রী! এলাকাবাসীর বিক্ষোভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল