Purba Medinipur News: রূপনারায়ণের ভাঙন থেকে শহরকে বাঁচাতে তৎপর পৌর প্রশাসন
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
রূপনারায়ন নদীর ভাঙ্গন থেকে তমলুক শহরকে বাঁচাতে উদ্যোগী পৌর প্রশাসন। সভ্যতা গড়ে উঠেছিল নদীকেন্দ্রিক। কিন্তু বর্তমান সময়ে নদী কেন্দ্রিক শহরগুলির মূল সমস্যা নদী ভাঙন। নদ নদীর ভাঙনের ফলে ক্রমশ শহরের দিকে অগ্রসর হচ্ছে নদনদী।
#তমলুক : রূপনারায়ন নদীর ভাঙ্গন থেকে তমলুক শহরকে বাঁচাতে উদ্যোগী পৌর প্রশাসন। সভ্যতা গড়ে উঠেছিল নদীকেন্দ্রিক। কিন্তু বর্তমান সময়ে নদী কেন্দ্রিক শহরগুলির মূল সমস্যা নদী ভাঙন। নদ নদীর ভাঙনের ফলে ক্রমশ শহরের দিকে অগ্রসর হচ্ছে নদনদী। আর তার ফলে সমস্যায় পড়েছে শহরের মানুষজন। পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন শহর তাম্রলিপ্ত অধুনা তমলুক রূপনারায়ণ নদের পশ্চিম তীরে অবস্থিত। বর্তমান সময়ে রূপনারায়ণ নদের ভাঙনের তীব্রতা পশ্চিম তীর বরাবর। আর তাতেই সমস্যায় পড়েছে তমলুক শহরের নদীর তীরবর্তী ওয়ার্ডের বাসিন্দারা।
আমপান ও ইয়াসে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী অঞ্চল কার্যত বিপর্যস্ত হয়েছিল। শুধু আমফাম বা ইয়াসে নয় প্রতি অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারে জেলার অন্যান্য উপকূলবর্তী অঞ্চলের পাশাপাশি রূপনারায়ণ নদের উপকূলবর্তী অঞ্চলে ভাঙনের তীব্রতা লক্ষ্য করা যায়। রূপনারায়ণ নদে জোয়ারের সময় ভেসে যায় উপকূলবর্তী অঞ্চল। তমলুক শহরের ১৪, ১৮, ১৯, ৬ ওয়ার্ড রূপনারায়ণ নদের তীরবর্তী হওয়ায় তীরবর্তী অঞ্চলের মানুষজন অমাবস্যা বা পূর্ণিমার জোয়ারের সময় অসুবিধার সম্মুখীন হয়।
advertisement
আরও পড়ুনঃ নড়বড়ে কাঠের সেতু! আতঙ্কে এলাকাবাসী
ভাঙনের শহরের দিকে ক্রমশ এগিয়ে আসছে রূপনারায়ণ নদ। আর তাই নিয়ে চিন্তিত পৌর প্রশাসন। তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান সহ কাউন্সিলর ১৪ নম্বর ওয়ার্ডের রূপনারায়ণ তীরবর্তী অঞ্চল পরিদর্শন করেন। পরিদর্শনের পর চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানান, 'রূপনারায়ণ নদের ভাঙন রীতিমতো চিন্তার বিষয়। নদী তীরবর্তী অঞ্চলের মানুষের ওপর ভাঙনের প্রভাব পড়ছে। দ্রুত যাতে নদী বাঁধ মেরামত করা যায় তা নিয়ে মুখ্যমন্ত্রী কে চিঠি লিখে বিষয়টি জানাব। এছাড়াও সেচ দফতর জানানো হবে। আশা করা যায় দ্রুত এই সমস্যা মিটবে।'
advertisement
advertisement
Saikat Shee
Location :
First Published :
November 03, 2022 2:08 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: রূপনারায়ণের ভাঙন থেকে শহরকে বাঁচাতে তৎপর পৌর প্রশাসন