মন্দিরের কালী মা পঞ্চমুন্ডি আসনের উপর অধিষ্ঠান করে আছেন। পূজারীও পঞ্চমুন্ডির আসনে বসে কালী মায়ের পুজো করেন। প্রতিদিন দূর-দূরান্ত থেকে ভক্তরা এসে এই মন্দিরে পুজো দিয়ে যান। সাধারণ পুজোর পাশাপাশি গাড়ি পুজো ও বিয়ে দেওয়া হয় এই মন্দিরে। বর্তমানে মন্দিরটি পাকা-র হলেও একসময় মাটির মন্দিরে মাটির দেবী প্রতিমার পুজো হত। ১৯৯৪ সালে পাকা মন্দির নির্মিত হয়। মূল মন্দিরের সামনে নাটশাল, নবগ্রহের মন্দির। পাশেই শিব মন্দির রয়েছে।
advertisement
আরও পড়ুন- উন্নয়নের কাজে সবুজ ধ্বংসের অভিযোগ! কী বলছে বন দফতর?
এই মন্দিরে প্রতিদিন নিত্য পূজার পাশাপাশি বিশেষ বিশেষ তিথিতে বিশেষ বিশেষ পুজোও হয়। কার্তিক মাসের অমাবস্যা তিথি, শিবচতুর্দশী, ফলহারিনী কালী পুজো। আষাঢ় মাসের রথের দিন বিশেষ পুজোর পর রথ টানা হয় এই মন্দিরে। সকাল ৯টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আবার বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত মন্দির খোলা থাকে।
আরও পড়ুন- টোটো যন্ত্রণা থেকে শহরবাসীকে মুক্তি দিতে বড় পদক্ষেপ! জানুন কী করছে পৌরসভা..
প্রতি মাসের অমাবস্যা তিথিতে মায়ের জন্য বিশেষ ভোগ রান্না করা হয়। এছাড়াও শিব চতুর্দশীর পূজার পর বহু ভক্তের সমাগম হয় ঐদিন মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। মন্দিরের বর্তমান পূজারী চিত্তরঞ্জন কর জানান, 'এই মন্দিরে ব্রাহ্মণ ছাড়াই পুজো হয়। তন্ত্র সাধনার সাধক এই মন্দিরের পূজারী।' মন্দিরের বর্তমান পূজারীর যোগাযোগ নম্বর- ৯৭৩৩৭৪৯৪৪৭ ।
Saikat Shee