কেউ ডাক্তার কেউ উচ্চ পদস্থ অফিসার কেউ আবার সংবাদ মহলেই সুনামের সঙ্গে কাজ করে চলছেন। চাকরি-সুত্রে সবাই একই শহরে থাকে না। কেউ থাকেন কাতারে আবার কেউ, থাকেন ভিন রাজ্যে। কর্মসূত্রে যে যার থাকে নিজের কাজের জায়গায়। বছরে তিন, চারবার মিলিত হয়ে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
advertisement
কিন্তু তেত্রিশ বছর আগেকার পুরনো বন্ধুত্বের সম্পর্ক ফিরে পেতে জুলাইয়ের ভরা বর্ষায় রূপনারায়ণ নদীর পাড়ে ইলিশ উৎসবে শামিল হল। এপার বাংলায় সেই ভাবে ইলিশ পাওয়া যাচ্ছে না। তাই ওপার বাংলা থেকে ইলিশ নিয়ে এসে ইলিশ উৎসবে মাতলেন তমলুক হ্যামিল্টন হাই স্কুলের ১৯৯০ সালের মাধ্যমিকে পড়ুয়ারা।
আরও পড়ুন: হাতে কালো গোলাপ আর মিষ্টির প্যাকেট! বিডিও অফিসে হঠাৎ হাজির শুভেন্দু অধিকারী, তারপর…
প্রায় ৫ থেকে ৭ ধরনের ইলিশের পদ রান্না করা হয়। মরশুমের প্রথমে এই ধরনের ইলিশ উৎসব যা সকলকে খুবি আনন্দ দিয়েছে বলে জানান উপস্থিত প্রাক্তন ছাত্ররা। রবিবার সকাল থেকে উৎসবে মেতেছিল তমলুক হ্যামিল্টন হাই স্কুলের ৯০ ব্যাচের সদস্যরা।
ইলিশ ভাজা, ইলিশ ভাপা, ইলিশ সরষে, ইলিশের টক, সব মিলিয়ে খাদ্য রসিক বাঙালি ইলিশ উৎসবে মেতে উঠেছে অতীতের ছাত্ররা। আগামী দিন আরও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মেতে উঠবে তমলুক হ্যামিলটন হাইস্কুলের নাইনটিন ব্যাচের ছাত্ররা। তাদের এই বন্ধুত্ব বর্তমান প্রজন্মের কাছে একটি উদাহরণ।
Saikat Shee