TRENDING:

East Medinipur News: স্কুলে গড়ে ওঠা পুরনো বন্ধুত্ব ঝালিয়ে নিতেই রূপনারায়ন পাড়ে 'ইলিশ উৎসব' তমলুকে

Last Updated:

হ্যামিলটন হাইস্কুলের ১৯৯০ সালের মাধ্যমিক ব্যাচ, পুরনো বন্ধুত্বের সেই সম্পর্ককে আরও সুদৃঢ় করতে তমলুক রূপনারায়ন নদীর পাড়ে এক অতিথি নিবাসে তারা আয়োজন করল "ইলিশ উৎসব"।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক: বিখ্যাত সেই গানের লাইন ‘বন্ধুত্বের বয়স বাড়ে না’। আর গানের লাইন কেই পূর্ণ মর্যাদা দিল তমলুক হ্যামিলটন হাইস্কুলের ১৯৯০ সালের মাধ্যমিক ব্যাচ। পুরনো বন্ধুত্বের সেই সম্পর্ককে আরও সুদৃঢ় করতে তমলুক রূপনারায়ন নদীর পাড়ে এক অতিথি নিবাসে তারা আয়োজন করল \”ইলিশ উৎসব\”। আর এই ইলিশ উৎসবে নিজেদের সেই স্কুলে ফেলে আসা পুরনো সময়কে ফিরে পেল পঞ্চাশের দোরগোড়ায় ব্যক্তিরা।
advertisement

কেউ ডাক্তার কেউ উচ্চ পদস্থ অফিসার কেউ আবার সংবাদ মহলেই সুনামের সঙ্গে কাজ করে চলছেন। চাকরি-সুত্রে সবাই একই শহরে থাকে না। কেউ থাকেন কাতারে আবার কেউ, থাকেন ভিন রাজ্যে। কর্মসূত্রে যে যার থাকে নিজের কাজের জায়গায়। বছরে তিন, চারবার মিলিত হয়ে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

advertisement

কিন্তু তেত্রিশ বছর আগেকার পুরনো বন্ধুত্বের সম্পর্ক ফিরে পেতে জুলাইয়ের ভরা বর্ষায় রূপনারায়ণ নদীর পাড়ে ইলিশ উৎসবে শামিল হল। এপার বাংলায় সেই ভাবে ইলিশ পাওয়া যাচ্ছে না। তাই ওপার বাংলা থেকে ইলিশ নিয়ে এসে ইলিশ উৎসবে মাতলেন তমলুক হ্যামিল্টন হাই স্কুলের ১৯৯০ সালের মাধ্যমিকে পড়ুয়ারা।

View More

আরও পড়ুন: হাতে কালো গোলাপ আর মিষ্টির প্যাকেট! বিডিও অফিসে হঠাৎ হাজির শুভেন্দু অধিকারী, তারপর…

advertisement

আরও পড়ুন: পঞ্চায়েত হিংসার অভিযোগে এবার বড় সিদ্ধান্ত বিজেপির! একুশের আগেই পথে নামছেন সুকান্ত-শুভেন্দুরা

প্রায় ৫ থেকে ৭ ধরনের ইলিশের পদ রান্না করা হয়। মরশুমের প্রথমে এই ধরনের ইলিশ উৎসব যা সকলকে খুবি আনন্দ দিয়েছে বলে জানান উপস্থিত প্রাক্তন ছাত্ররা। রবিবার সকাল থেকে উৎসবে মেতেছিল তমলুক হ্যামিল্টন হাই স্কুলের ৯০ ব্যাচের সদস্যরা।

advertisement

ইলিশ ভাজা, ইলিশ ভাপা, ইলিশ সরষে, ইলিশের টক, সব মিলিয়ে খাদ্য রসিক বাঙালি ইলিশ উৎসবে মেতে উঠেছে অতীতের ছাত্ররা। আগামী দিন আরও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মেতে উঠবে তমলুক হ্যামিলটন হাইস্কুলের নাইনটিন ব্যাচের ছাত্ররা। তাদের এই বন্ধুত্ব বর্তমান প্রজন্মের কাছে একটি উদাহরণ।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: স্কুলে গড়ে ওঠা পুরনো বন্ধুত্ব ঝালিয়ে নিতেই রূপনারায়ন পাড়ে 'ইলিশ উৎসব' তমলুকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল