Suvendu Adhikari: হাতে কালো গোলাপ আর মিষ্টির প্যাকেট! বিডিও অফিসে হঠাৎ হাজির শুভেন্দু অধিকারী, তারপর...
- Reported by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
কালো একটি গোলাপ হাতে নিয়ে শুভেন্দু সেটি তুলে দেন জয়েন্ট বিডিওর হাতে৷ যদিও জয়েন্ট বিডিও তা নিতে দৃশ্যতই খানিক বিব্রত ছিলেন৷ তারপরে, তাঁর হাতে একটি হলুদ রঙের মিষ্টির বাক্সও তুলে দেন শুভেন্দু৷
দক্ষিণবঙ্গ: কালো গোলাপ৷ সঙ্গে হলুদ রঙের মিষ্টির বাক্স৷ পাশে কর্মী, সমর্থকেরা৷ সোমবার সকালে এই ভাবেই হঠাৎ পাঁচলা বিডিও অফিসে হঠাৎ হাজির রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ বিডিও অফিসে পৌঁছে বসতে রাজি হলেন না, উল্টে হাতজোড় করে জয়েন্ট বিডিও-র হাতে তুলে দিলেন গোলাপ ফুল৷ সঙ্গে মিষ্টির প্যাকেট৷
সোমবার সকালে বঙ্গ রাজনীতিতে নতুন চর্চার বিষয় শুভেন্দুর গান্ধিগিরি৷ এদিন অবশ্য পাঁচলার BDO তাঁর দফতরে ছিলেন না৷ উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও৷ শুভেন্দু তাঁর সামনেই কর্মী সমর্থক নিয়ে হাজির হন৷ তাঁকে দেখেই বসার অনুরোধ জানান জয়েন্ট বিডিও৷ শুভেন্দু, অবশ্য প্রথমে বিডিও-র খোঁজ করেন৷ তারপর তিনি আসেননি শুনে প্যাকেট থেকে বার করতে থাকেন ফুল৷
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত হিংসার অভিযোগে এবার বড় সিদ্ধান্ত বিজেপির! একুশের আগেই পথে নামছেন সুকান্ত-শুভেন্দুরা
কালো একটি গোলাপ হাতে নিয়ে শুভেন্দু সেটি তুলে দেন জয়েন্ট বিডিওর হাতে৷ যদিও জয়েন্ট বিডিও তা নিতে দৃশ্যতই খানিক বিব্রত ছিলেন৷ তারপরে, তাঁর হাতে একটি হলুদ রঙের মিষ্টির বাক্সও তুলে দেন শুভেন্দু৷
advertisement

advertisement
তারপরে হাতজোড় করে শুভেন্দুকে বলতে শোনা যায়, ‘‘এটা বিডিও-কে দেবেন৷ আপনারা খুব ভাল ভোট করিয়েছেন৷ গণতন্ত্রকে সুরক্ষিত করেছেন৷ গোটা রাজ্যজুড়ে বিডিও-রা ভোট লুট করেছে, তাই এই ফুল আর মিষ্টি দিয়ে গেলাম৷’’
আরও পড়ুন: আবারও বাড়ছে DA, খুব জলদিই আসছে সুখবর! কেন্দ্রের মহার্ঘ ভাতা কত বাড়ছে এবার?
আজ, সোমবার পঞ্চায়েত ভোট পরবর্তী অশান্তিতে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মীদের সাথে দেখা করতে হাওড়ার পাঁচলায় যান শুভেন্দু৷ আক্রান্তদের বাড়ি বাড়ি ঘুরে সম্পত্তির ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে আহতদের সঙ্গে কথা বলেন। বিস্তারিত খোঁজ খবর নিয়ে আইনি সহায়তা সহ সার্বিক ভাবে পাশে থাকার আশ্বাসও দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
advertisement
শুধু পাঁচলাই নয়, রাজ্যের অন্যত্রও এভাবে বিডিওদের ফুল-মিষ্টি দেবেন বলে জানিয়েছেন শুভেন্দু৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Jul 17, 2023 4:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: হাতে কালো গোলাপ আর মিষ্টির প্যাকেট! বিডিও অফিসে হঠাৎ হাজির শুভেন্দু অধিকারী, তারপর...









