Bengal BJP: পঞ্চায়েত হিংসার অভিযোগে এবার বড় সিদ্ধান্ত বিজেপির! একুশের আগেই পথে নামছেন সুকান্ত-শুভেন্দুরা

Last Updated:

রাজ্য বিজেপির অভিযোগ, পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাসের পর গণনার পরও দলীয় কর্মীদের উপর ক্রমাগত হামলা চালাচ্ছে শাসকদল। তৃণমূল কর্মীদের একাংশের অত্যাচারে রাজ্যের বিভিন্ন প্রান্তের দলীয় কর্মী সমর্থকরা অনেকেই আজ ঘরছাড়া। অভিযোগ বিজেপির৷

কলকাতা: তৃণমূলের একুশে জুলাইয়ের আগেই পঞ্চায়েত ভোটে হিংসা ইস্যুকে সামনে রেখে রাজপথে নামছে বিজেপি। পঞ্চায়েত ভোটে অশান্তি, দলীয় কর্মীদের মারধর, এই সবের বিরোধিতায় আগামী ১৯ জুলাই কলকাতায় সন্ত্রাস বিরোধী মিছিলের ডাক দিল রাজ্য বিজেপি।
রাজ্য বিজেপির অভিযোগ, পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাসের পর গণনার পরও দলীয় কর্মীদের উপর ক্রমাগত হামলা চালাচ্ছে শাসকদল। তৃণমূল কর্মীদের একাংশের অত্যাচারে রাজ্যের বিভিন্ন প্রান্তের দলীয় কর্মী সমর্থকরা অনেকেই আজ ঘরছাড়া। অভিযোগ বিজেপির৷
আরও পড়ুন: আবারও বাড়ছে DA, খুব জলদিই আসছে সুখবর! কেন্দ্রের মহার্ঘ ভাতা কত বাড়ছে এবার?
বিজেপি নেতৃত্বের দাবি, পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনও ফল মিলছে না। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘গত বিধানসভা নির্বাচনের পর ফের পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসা বেড়েই চলেছে। আমাদের বহু নেতাকর্মী সমর্থক ঘর ছাড়া হয়ে দলের তরফে তৈরি করা সেফ হাউসে আশ্রয় নিয়েছেন। তৃণমূলীদের সন্ত্রাসের বিরুদ্ধেই আমরা আগামী বুধবার শহরের রাজপথে প্রতিবাদ মিছিল করব। বিজেপির এ রাজ্যের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি আক্রান্ত এবং ঘরছাড়ারাও মিছিলে অংশ নেবেন।’’
advertisement
advertisement
অন্যদিকে, ২১ জুলাই নিয়ে ইতিমধ্যেই সাজো সাজো রব তৃণমূল শিবিরে৷ এদিনই পঞ্চায়েতের বিজয় উৎসব পালন করবেন বলে আগেই ঘোষণা করেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তবে, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এদিন শহিদদের স্মরণ করেই একুশের অনুষ্ঠান শুরু হবে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal BJP: পঞ্চায়েত হিংসার অভিযোগে এবার বড় সিদ্ধান্ত বিজেপির! একুশের আগেই পথে নামছেন সুকান্ত-শুভেন্দুরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement