হলদিয়ায় অত্যাধুনিক মানের সেন্ট্রাল বাস স্ট্যান্ড গড়ে তোলার কাজ শুরু হল। হলদিয়া রিফাইনারী এবং হলদিয়া পৌরসভার যৌথ উদ্যোগে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক মানের সেন্ট্রাল বাসস্ট্যান্ড নির্মাণ কার্যের কাজ উদ্বোধন হল। হলদিয়ার পৌরপিতা সুধাংশু শেখর মন্ডল বলেন প্রায় শতাধিক বাস থাকবে এখানে, তৎসহ ড্রাইভার, এবং যাত্রীদের থাকার সুব্যবস্থা থাকছে এই বাসস্ট্যান্ডে।
advertisement
আরও পড়ুনঃ প্লাস্টিক দূষণ রোধে পথনাটক আয়োজন করল কলেজ পড়ুয়ারা
৬ থেকে ৭ মাসের মধ্যে তৈরি হয়ে যাবে এই স্ট্যান্ড।এছাড়াও এখানে তৈরি হবে একটি রেস্টুরেন্ট, যেখানে যাত্রীরা খাওয়া দাওয়া ও করতে পারবেন, এবং সবচেয়ে বেশি উপকৃত হবেন ছোটখাটো দোকানদাররা, কেন না এই পরিসরে তাদের জীবিকা নির্বাহ করতে সুবিধে হবে। সব মিলিয়ে সেন্ট্রাল বাস স্ট্যান্ড নির্মাণ কাজ শেষ হলে হলদিয়ার মানুষের উপকার হবে।
Saikat Shee