সপ্তাহের অন্যতম ব্যস্ততম দিন হওয়ায় ট্রেনে যাত্রীদের ভিড়ও ছিল বেশ ভাল। আর ঠিক সেই সময় হাওড়া যাওয়ার পথে রাজগোদা স্টেশনের কাছে ওভারহেড তার ছিঁড়ে ঘটে বিপত্তি। আচমকাই প্রবল ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে ট্রেন। তার জেরে আতঙ্ক ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে। আতঙ্কিত হয়ে ট্রেন থেকে তাড়াতাড়ি করে নামার চেষ্টা করেন তাঁরা। আর তাতেই আহত হন ১০-১২ জন যাত্রী।
advertisement
আরও পড়ুন: ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণ ২৮-এর যুবকের! ধান ক্ষেত থেকে আসছিল গোঙানির আওয়াজ! ভয়াবহ লালসা!
তবে আঘাত খুব বেশি গুরুতর নয় বলে জানা গিয়েছে। এই ঘটনা ঘটে যাওয়ার পর ট্রেনে থাকা যাত্রা অভিযোগ তুলেছেন। তারা জানায় সঠিকভাবে লাইন মেইন্টেনেন্স না করার জন্য এই বিপত্তি। তাদের আরও অভিযোগ দীর্ঘক্ষন তীব্র রোদের মধ্যে ট্রেন লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকলেও রেলের তরফ থেকে কোন সহায়তা পাওয়া যায়নি। কী ভাবে ওভারহেডের তার ছিঁড়ে গেল তা অবশ্য এখনও পর্যন্ত স্পষ্ট নয়। রেলের পক্ষ থেকে, এই ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।
Saikat Shee