Hooghly News: ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণ ২৮-এর যুবকের! ধান ক্ষেত থেকে আসছিল গোঙানির আওয়াজ! ভয়াবহ লালসা!

Last Updated:

Hooghly News: মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন বৃদ্ধা! মদ্যপ যুবক ছাড়লো না তাঁকেও! শোনা যাচ্ছিল গোঙানির আওয়াজ! জানুন

প্রতিটি চিত্র
প্রতিটি চিত্র
#হুগলি: যৌন লালসার হাত থেকে রক্ষা পেল না ষাটোর্ধ্ব বৃদ্ধাও। বৃদ্ধাকে মুখ চেপে ধান ক্ষেতে ধর্ষণ করলো বছর ২৮ এর এক যুবক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে হুগলির পান্ডুয়ায়। ধৃত যুবককে শুক্রবার পেশ করা হয় চুঁচুড়া মহাকুমা আদালতে। আদালতের নির্দেশে তাকে ১৪ দিনের জেল হেফাজতের ঘোষণা করা হয়েছে। ধৃত যুবকের নাম শচীন হাঁসদা।স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন ষাটোর্ধ্ব এক বৃদ্ধা। অভিযোগ ওই এলাকার শচীন হাঁসদা নামের এক যুবক মদ্যপ অবস্থায় বৃদ্ধাকে এক পেয়ে তার ওপর চড়াও হয় । দুপুরবেলায় লোকজন না থাকায় ফাঁকা ধান জমিতে নিয়ে গিয়ে তার উপর শারীরিক নির্যাতন করে। নিজের যৌন লালসা পূরণ করে বৃদ্ধাকে ওই অবস্থায় ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্ত যুবক।
ওই দিনই বিকেল বেলায় ধান জমিতে ওষুধ দিতে যান স্থানীয় কিছু বাসিন্দারা। ধান গাছে ওষুধ দিতে গিয়ে জমির পাস থেকে গোঙানির আওয়াজ পান স্থানীয় এক যুবক সুবল হেমব্রম। কিছুক্ষণ খোঁজাখুঁজি করতেই বৃদ্ধাকে ধান জমিতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি ওই বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলছে।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দা সুবল হেমব্রেম জানান, ওই বৃদ্ধা তাদের গ্রামেরই বাসিন্দা। ঠাকুমা বাড়ির গবাদি পশুদের খাওয়ানোর জন্য প্রতিদিনই মাঠে ঘাস কাটতে আসতে। তিনি আরো জানান বৃদ্ধা তাকে বলেন মুখ চাপা দিয়ে জোর করে নির্যাতন করা হয়েছে তাকে। অভিযুক্ত যুবক ঘটনার কথা কাউকে জানাতে বারণ করে। যদি কাউকে বলে তাহলে তাকে প্রাণে মারারও হুমকি দেয়। বৃহস্পতিবার রাতেই নির্যাতিতার মেয়ে পান্ডুয়াথানায় অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে পান্ডুয়া থানার পুলিশ অভিযুক্ত সচীনকে গ্রেফতার করে। ধৃত যুবক শচিন হাঁসদার বিরুদ্ধে ৩৪১ ৩৭৬ ধারায় মামলা রুজি করা হয়েছে। অভিযুক্ত যুবককে শুক্রবার চুঁচুড়া আদালতে পেশ করা হয়।অভিযুক্ত যুবককে ১৪দিনের জেল হেফাজত দিয়েছে চুঁচুড়া মহকুমা আদালত।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণ ২৮-এর যুবকের! ধান ক্ষেত থেকে আসছিল গোঙানির আওয়াজ! ভয়াবহ লালসা!
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement