গ্রামবাসীরা জানান বিভিন্ন সরকারি অফিসে নদী বাঁধ মেরামতের জন্য চিঠি লিখে জানানো হলেও হয়নি সুরাহা, তাই তারা তাই তারা বাধ্য হয়ে এ দিন বিক্ষোভ কর্মসূচি পালন করে। সামনেই বর্ষাকাল এমনিতেই নদীবাঁধ বাধা হয়নি জোয়ারে জল আসে বাড়ির উঠোনে। এলাকায় চাষবাস হয় না। দ্রুতই বাঁধ মেরামত না হলে বর্ষাকালে এই এলাকা প্লাবিত হবে বলে আশঙ্কা করছে স্থানীয় গ্রামবাসীরা। প্রসঙ্গত ইতিহাসের ঝাপটায় পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে একাধিক নদী বাঁধ ও সমুদ্র বাঁধের ক্ষয়ক্ষতি হয়েছিল।
advertisement
আরও পড়ুনঃ East Medinipur News: পরিবেশবান্ধব মাটির জলের বোতলে পটশিল্পের ছোঁয়া! হচ্ছে দেদার বিক্রি
আরও পড়ুনঃ Purba Medinipur: প্রশাসনের তৎপরতায় প্রাণ বাঁচল বৃদ্ধার
জেলা প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে বর্ষাকালের আগে সমস্ত নদী বাঁধ ও সমুদ্র বাঁধ দ্রুত মেরামত করতে। কিন্তু তা সত্ত্বেও নদী বাঁধ নির্মাণের কাজ শুরু হয়নি ধরা গ্রাম পঞ্চায়েতের মথুরি ও ধলহরা গ্রামের এলাকায় রূপনারায়ন নদের বাঁধের কাজ শুরু হয়নি বলে দাবী এলাকাবাসী।
Saikat Shee





