আরও পড়ুন: বর্ধমানের কার্নিভালে এসে কী বললেন বলিউড তারকা, দেখুন…
গোগ্ৰাস বাগিচা এলাকায় ঘোষাল বাড়ি সবুজ সংঘের লক্ষ্মীপুজোর থিম দিল্লির লালকেল্লা। আর মণ্ডপ তৈরি হচ্ছে গ্যান্ড লিজবোয়া’র আদলে। এই পুজো এবার ৩০ তম বর্ষে পা দিয়েছে। দুর্গাপুজোর পর মাত্র কয়েক দিনের প্রস্তুতিতে মণ্ডপ তৈরি করতে হাওয়ায় এই মুহূর্তে জোরকদমে কাজ চলছে।
advertisement
এখানে কোজাগরী লক্ষ্মীপুজোর বিশেষ আকর্ষণ প্রতিমা। পুজো কমিটির কর্মকর্তারা জানান, পরিবেশের কথা মাথায় রেখে তাঁরা এবার পাটকাঠি ও হোগলা দিয়ে দিল্লির লালকেল্লা তৈরি করছেন। মণ্ডপের থিম গ্র্যান্ড লিজবোয়া, যা আসে পাশের দর্শনার্থীদের আকৃষ্ট করে তুলবে। পুজো কমিটির সদস্যরা নিজেরাই এখানে মণ্ডপ নির্মাণ করছেন। এই পুজোর বাজেট ৫ লক্ষ টাকা। আশেপাশের বেশ কয়েকটি গ্রাম মিলে এই কোজাগরি লক্ষ্মীপুজো করে।
advertisement
সৈকত শী
Location :
Kolkata,West Bengal
First Published :
October 27, 2023 1:58 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Lakshmi Puja 2023: লক্ষ্মীপুজোতেও থিম, গ্র্যান্ড লিজবোয়া'র ভেতর লালকেল্লা!