East Bardhaman News: বর্ধমানের কার্নিভালে এসে কী বললেন বলিউড তারকা, দেখুন...

Last Updated:

কলকাতার রেড রোডের আগেই বর্ধমান শহরে আয়োজিত হল জমজমাট পুজো কার্নিভাল

+
title=

পূর্ব বর্ধমান: আজ অর্থাৎ শুক্রবার কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে পুজো কার্নিভাল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকবেন। তবে এর আগেরদিন অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের বেশ কিছু জেলায় অনুষ্ঠিত হয়ে গেল পুজো কার্নিভাল। বর্ধমান শহরে বড়সড়ভাবে অনুষ্ঠিত হয় কার্নিভাল। এই কার্নিভাল দেখতে উপচে পড়েছিল মানুষের ভিড়। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড তারকা ভাগ্যশ্রী এবং আসরানি।
বর্ধমান শহরের এই কার্নিভালে এসে অভিনেতা গোবর্ধন আসরানি উচ্ছ্বসিত হয়ে বিধায়ক খোকন দাসের উদ্দেশ্যে বলেন, আমি সবার প্রথমে ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রিজের তরফ থেকে আপনাকে প্রণাম জানাই যে আপনি এখানে আসার সুযোগ করে দিয়েছেন। বাংলায় শিল্পীরা সবচেয়ে বেশি সম্মান বলে তিনি দাবি করেন।
advertisement
advertisement
বর্ধমান শহরের নীলপুর থেকে বর্ধমান পুরসভা পর্যন্ত এই অনুষ্ঠানটি চলে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সুবিধার্থে ছিল বিশেষ ব্যবস্থা। এই বছর বর্ধমান শহরে যে কার্নিভাল অনুষ্ঠিত হয় সেখানে ২৭ টি পুজো কমিটি অংশগ্রহণ করে। প্রায় প্রত্যেক পুজো কমিটিকেই অনুষ্ঠানের মধ্য দিয়ে সচেতনতা মূলক বার্তা প্রদান করতে দেখা যায়। যেহেতু কার্জন গেটের সামনে কার্নিভালের মূল মঞ্চ করা হয়েছিল, সেকারণে বিভিন্ন পুজো কমিটি নৃত্য এবং অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের থিম প্রদর্শিত করে কার্জন গেটের সামনে। গত বছর থেকে বর্ধমান শহরে কার্নিভাল শুরু হয়েছে। সুষ্ঠভাবে এই অনুষ্ঠান সম্পন্ন করতে পুলিশ-প্রশাসনের ব্যাপক ভূমিকা লক্ষ্য করা যায়। কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ‍্যের মন্ত্রী স্বপন দেবনাথ, এসপি আমনদীপ, বিধায়ক খোকন দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: বর্ধমানের কার্নিভালে এসে কী বললেন বলিউড তারকা, দেখুন...
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement