Jyotipriya Mallick: কত কোটির মালিক সস্ত্রীক জ্যোতিপ্রিয় মল্লিক? কোথায় কোথায় কী সম্পত্তি রয়েছে? রইল হিসেব-নিকেশ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
Jyotipriya Mallick: কয়েক বছরে হাবড়ার বিধায়ক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তি বেড়েছে বেশ কয়েকগুণ।
হাবড়া: গত কয়েক বছরে হাবড়ার বিধায়ক তথা রাজ্যের বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাঁর স্ত্রী-সহ পরিবারের সম্পত্তি বেড়েছে কয়েকগুণ। নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনুসারে, ২০১৫-১৬ অর্থবর্ষে জ্যোতিপ্রিয় মল্লিকের আয় ছিল বার্ষিক ২ লক্ষ ৪০ হাজার ৯১৭ টাকা। পরবর্তী অর্থবর্ষ অর্থাৎ ২০১৬-১৭ অর্থবর্ষে তাঁর বার্ষিক আয় একলাফে বেড়ে দাঁড়ায় ১১ লক্ষ ৯৮ হাজার ১৪৮ টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষে সেই আয় বেড়ে হয় ১২ লক্ষ ৪০ হাজার ২৫৫ টাকা। ২০১৮-১৯ অর্থবর্ষে জ্যোতিপ্রিয় মল্লিকের বার্ষিক আয় এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় ৫১ লক্ষ ৯৩ হাজার ৫৭৬ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বার্ষিক আয় ছিল ৪০ লক্ষ ২১ হাজার ৯১০ টাকা।
এ দিকে, জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী মণিদীপা মল্লিকের ২০১৫-১৬ অর্থবর্ষে বার্ষিক আয় ছিল ১১ লক্ষ ৫২ হাজার ৭০০ টাকা। ২০১৬-১৭ অর্থবর্ষে বার্ষিক আয় হয় ১২ লক্ষ ১৫ হাজার ৪৯০ টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষে বার্ষিক আয় ছিল ২৫ লক্ষ ৫২ হাজার ৪৬০ টাকা। এ ক্ষেত্রেও তার স্ত্রীর বার্ষিক আয় এক ধাক্কায় দ্বিগুণ হয়েছিল। ২০১৯-২০ অর্থবর্ষে বার্ষিক আয় ছিল ১৮ লক্ষ ১১ হাজার ৬৫৫ টাকা।
advertisement
আরও পড়ুনঃ গরীবের চাল-আটা কোথায় যেত? কোন পথে দুর্নীতি? বাকিবুর-জ্যোতিপ্ৰিয়কে আজ মুখোমুখি জেরার সম্ভাবনা
সরকারি হিসেব অনুযায়ী, জ্যোতিপ্রিয় মল্লিকের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৯৩ লক্ষ ৯৪ হাজার টাকা। স্ত্রী মণিদীপা ২ কোটি ৩০ লক্ষ ৭১ হাজার ৭০৮ টাকার মালিক। মোট সম্পত্তির পরিমাণ ৬ কোটি ২৪ লক্ষ ৬৫ হাজার টাকা, যার মালিক রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও তাঁর স্ত্রী। এই বিপুল পরিমাণ সম্পত্তিতে রয়েছে বিভিন্ন ব্যাঙ্কের সেভিংস, সোনা- রূপোর অলঙ্কার, গাড়ি-সহ অন্যান্য জিনিস। তবে দু’জনের নামে কোনও লোন নেই।
advertisement
advertisement
জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রীর নামে থাকা অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪ লক্ষ ৫ হাজার টাকা। উপরের সব তথ্য জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই ইলেকশন কমিশনের হাতে তুলে দেন ২০২১ সালে। সেই সময় তিনি হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে এলাকার বিধায়ক গ্রেফতার হতেই এ দিন চুপ স্থানীয় শাসকদলের নেতা-কর্মীরা। সকলেই প্রায় মুখে কুলুপ এঁটেছেন।
advertisement
তবে বিরোধী দল ইতিমধ্যেই সুর চড়িয়েছেন। ইডির তদন্তে আরও নতুন কি তথ্য উঠে আসে সেদিকেই এখন নজর সকলের। সোশ্যাল মিডিয়াতেও নানা মন্তব্য ছড়িয়ে পড়ছে মন্ত্রীর গ্রেফতারি নিয়ে। অনেকেই জানতে চাইছেন ঠিক কত কোটি টাকার দুর্নীতিতে যুক্ত মন্ত্রী জ্যোতিপ্রিয়?
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 27, 2023 12:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jyotipriya Mallick: কত কোটির মালিক সস্ত্রীক জ্যোতিপ্রিয় মল্লিক? কোথায় কোথায় কী সম্পত্তি রয়েছে? রইল হিসেব-নিকেশ