Jyotipriya Mallick: গরীবের চাল-আটা কোথায় যেত? কোন পথে দুর্নীতি? বাকিবুর-জ্যোতিপ্ৰিয়কে আজ মুখোমুখি জেরার সম্ভাবনা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Jyotipriya Mallick: বাকিবুর জ্যোতিপ্রিয় মল্লিকের ‘ঘনিষ্ঠ’। রেশন দুর্নীতি মামলায় বাকিবুরের গ্রেফতারির পরেই এই মামলায় জ্যোতিপ্রিয়র নাম উঠে আসে। এরপরেই জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার মন্ত্রীর বাড়িতে হানা দেয় ইডি।
কলকাতা: রেশন দুর্নীতি মামলায় ধৃত বাকিবুর রহমান এবং রাজ্যের বর্তমান বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি। আগামিকাল শনিবার বাকিবুরের ইডির মেয়াদ। ফের তাকে আদালতে পেশ করা হবে। ফলে ইডি আধিকারিকদের হাতে সময় কম, তাই কোনও সময় নষ্ট করতে চাইছেন না ইডি আধিকারিকরা।
আজ শুক্রবার জ্যোতিপ্রিয় মল্লিককে ব্যাঙ্কশাল আদালতের বিশেষ সিএমএম আদালতে পেশ করা হবে। পুজোর ছুটির কারণে স্পেশ্যাল সিবিআই কোর্ট (ইডি আদালত) বন্ধ রয়েছে। তাই সিএমএম আদালতে পেশ করা হবে। সেখানেই তাঁকে নিজেদের হেফাজতে চাইতে পারেন ইডি আধিকারিকরা। তারপরেই আজ এবং আগামিকাল বাকিবুরের সঙ্গে মুখোমুখি বসিয়ে মন্ত্রীকে জেরা করা হতে পারে বলে সূত্রের খবর।
advertisement
আরও পড়ুনঃ ‘অপা’র পর ‘দোতারা’! শান্তিনিকেতনে জ্যোতিপ্ৰিয়র বিলাসবহুল জোড়া বাংলোর হদিশ! ছবি দেখুন…
ইডি সূত্রে খবর, মন্ত্রীর বাড়ি থেকে রেশন বণ্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ একাধিক নথি মিলেছে। কী ভাবে আটা নিয়ে দুর্নীতি হয়েছে, তার একটা ধারণা মিলেছে ইডির নথি থেকে। প্রতি ১ কেজি আটার দামে নাকি অন্তত ২০০ গ্রাম কম আটা দিতেন আটা কলের মালিকেরা। বাংলার রেশন দুর্নীতির তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ইডির হাতে।
advertisement
advertisement
জানা গিয়েছে, বাকিবুর জ্যোতিপ্রিয় মল্লিকের ‘ঘনিষ্ঠ’। রেশন দুর্নীতি মামলায় বাকিবুরের গ্রেফতারির পরেই এই মামলায় জ্যোতিপ্রিয়র নাম উঠে আসে। এরপরেই জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার মন্ত্রীর বাড়িতে হানা দেয় ইডি। ২১ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করা হয় মন্ত্রীকে।
মুখোমুখি জেরার সময়, বাকিবুর এবং জ্যোতিপ্রিয় মল্লিক একে অপরকে কী ভাবে চেনেন? দু’জনের সম্পর্ক কেমন ছিল? রেশন নিয়ে দুর্নীতির টাকা কোথায় যেত? টাকার ভাগকার কার মধ্যে হত?…এ সব প্রশ্ন করা হতে পারে বলে সূত্রের খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 27, 2023 12:09 PM IST