প্রতাপ খালি খালটি সেচ দফতরের অধীনে থাকা। এভাবে খালের বাঁধ থেকে মাটি কেটে নেয়ার ফলে বাঁধ দুর্বল হচ্ছে। ফলে খালের বাঁধ ভেঙে বর্ষাকালে নদীর জল ঢুকে পড়বে। বিপদের আশঙ্কা করছে এলাকাবাসী। খালের মাটি কাটা বন্ধ করার জন্য বিষয়টি তাম্রলিপ্ত পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কানাইলাল দাস কে জানান। কিন্তু খালের যে অংশে মাটি কাটা হয়েছে সেই অংশটি তাম্রলিপ্ত পৌরসভার অধীনে নয়।
advertisement
আরও পড়ুনঃ শিশুদের দেহে অপুষ্টি মেটাতে ৫৪৫টি পরিবারের হাতে তুলে দেওয়া হল মুরগির বাচ্চা
এর পাশাপাশি এলাকাবাসীরা সেচ দফতরে ঐ দুই ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জানায়। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে খাল পরিদর্শনে আসেন সেচ দফতরের আধিকারিকেরা। পরিদর্শন করার পর অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের জন্য তমলুক ব্লক প্রশাসন এবং ব্লক ভূমি সংস্কার দপ্তরকে জানান।
আরও পড়ুনঃ ট্রাকে করে পাচারের আগেই উদ্ধার ৪০০ কেজি গাঁজা!
সেই মতো সোমবার তমলুকের ব্লক ভূমি সংস্কার আধিকারিক ওই দুই অভিযুক্তদের বিরুদ্ধে তমলুক থানায় লিখিত অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে তমলুক ব্লক ভূমি সংস্কার অধিকারিক জানিয়েছেন, 'লিখিত অভিযোগের ভিত্তিতে এলাকা পরিদর্শনের পর অভিযুক্ত দুই ব্যক্তির নামে তমলুক থানায় বেআইনিভাবে খাল বাঁধের মাটি কেটে নেওয়ার জন্য লিখিত অভিযোগ জানানো হয়েছে। আইন অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'
Saikat Shee