বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষিকারা খেলার মাঠে উপস্থিত থেকে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করেন। এই ডিস্ট্রিক ইন্টার কলেজ স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপের বিভিন্ন ইভেন্টের বিজয়ীরা ইন্টার কলেজ স্টেট লেভেলে অংশগ্রহণ করার সুযোগ পাবে। ইন্টার কলেজ স্টেট লেভেলের সফল ছাত্রছাত্রীরা ন্যাশনাল লেভেলে প্রতিদ্বন্দিতার সুযোগ পাবে। এই বছর পূর্ব মেদিনীপুর জেলার ইন্টার কলেজ স্পোর্টস অ্যান্ড গেম চ্যাম্পিয়নশিপ আয়োজন করার দায়িত্ব পেয়েছে তাম্রলিপ্ত মহাবিদ্যালয়।
advertisement
আরও পড়ুন: দুর্গাপুরে চালু হল ফরেনসিক ল্যাব, বর্ধমান থেকে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
প্রদীপ প্রজ্জলন এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ডিস্ট্রিক্ট ইন্টার কলেজ স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানিক উদ্বোধন করেন তমলুকের মহাকুমাশাসক বুদ্ধদেব পান। এছাড়াও উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পুরসভার পুরপ্রধান দীপেন্দ্র নারায়ণ রায়, তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। খেলার ইভেন্ট শুরুর আগে প্রতিটি কলেজের ছাত্রছাত্রীরা মার্চ পোস্টে অংশগ্রহণ করে। তিন দিন ধরে এই প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট আয়োজিত হবে তমলুকের রাখাল গ্রাউন্ডে।
সৈকত শী