West Bardhaman News: দুর্গাপুরে চালু হল ফরেনসিক ল্যাব, বর্ধমান থেকে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
দুর্গাপুরে রিজিওনাল ফরেেন্সিক ল্যাবরেটরির পথচলা শুরু হল। বৃহস্পতিবার বর্ধমান থেকে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিম বর্ধমান: বর্ধমানের প্রশাসনিক বৈঠক থেকে দুর্গাপুরের রিজিওনাল ফরেনসিক ল্যাবরেটরির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা মিলিয়ে বর্ধমানের গোদার মাঠে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি দুর্গাপুরে তৈরি রিজিওনাল ফরেনসিক ল্যাবরেটরির উদ্বোধন করেন। নতুন এই ফরেন্সিক ল্যাবরেটরির ফলে দুই বর্ধমান, বীরভূমের অনেক সুবিধা হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ এতদিন ফরেনসিক ও সহযোগী কাজগুলির জন্য নির্ভর করে থাকতে হত কলকাতার উপর। তবে এবার থেকে তা দুর্গাপুরেই করা সম্ভব হবে।
জানা গিয়েছে, দুর্গাপুরে তৈরি হওয়া রিজিওনাল ফরেনসিক ল্যাবরেটরিতে মোট পাঁচটি জেলার কাজ সম্পন্ন হবে। তালিকায় পশ্চিম বর্ধমান ছাড়াও থাকছে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়া। এবার থেকে এই পাঁচটি জেলার ফরেন্সিক এবং সহযোগী কাজগুলি হবে দুর্গাপুরের রিজিওনাল ফরেনসিক ল্যাবরেটরিতে। যার ফলে কলকাতার ফরেনসিক ল্যাবের ওপর চাপ কমবে বলে মনে করা হচ্ছে। কলকাতার উপর অতিরিক্ত চাপ পড়ায় পোস্টমর্টেম সহ বিভিন্ন রিপোর্ট পাওয়ার জন্য বেশ কিছুটা সময় নষ্ট হত। তবে এবার অনেকটা কম সময় লাগবে বলে সংশ্লিষ্ট মহলের আশা।
advertisement
আরও পড়ুন: বেলদা-হাওড়া লোকাল ফের চালুর দাবি
advertisement
প্রসঙ্গত, বিগত বছর থেকেই দুর্গাপুরে ফরেনসিক ল্যাবরেটরি চালু করার প্রস্তুতি শুরু হয়েছিল। ল্যাবরেটরি তৈরির কাজও চলছিল জোরকদমে। আর সেই ল্যাবরেটরির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা বলছেন, এর ফলে কাজের অনেক সুবিধা হবে। প্রাথমিকভাবে যে সমস্ত কাজগুলি শুরু করা প্রয়োজন, তারই ব্যবস্থা হচ্ছে। এর ফলে প্রশাসনিক কাজকর্ম, পুলিশের তদন্ত সহ বিভিন্ন কাজে অনেক সুবিধা পাওয়া যাবে।
advertisement
নয়ন ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 02, 2023 8:15 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: দুর্গাপুরে চালু হল ফরেনসিক ল্যাব, বর্ধমান থেকে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী