West Medinipur News: বেলদা-হাওড়া লোকাল ফের চালুর দাবি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
করোনা আসতে বন্ধ হয়েছিল বেলদা-হাওড়া লোকাল ট্রেন। তারপর সব কিছু স্বাভাবিক হলেও রেল দফতর আর এই ট্রেনটি চালু করেনি। এই নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। ফের বেলদা-হাওড়া লোকাল চালুর দাবিতে সরব হলেন বেলদার মানুষ
পশ্চিম মেদিনীপুর: বেলদা থেকে হাওড়াগামী লোকাল ট্রেন দীর্ঘদিন ধরে চলতো। কিন্তু করোনা আসতেই তা বন্ধ হয়ে যায়। এরপর আবার ট্রেন পরিষেবা স্বাভাবিক হলেও পশ্চিম মেদিনীপুরের বেলদা থেকে হাওড়াগামী লোকাল ট্রেন আর চালু হয়নি। গত তিন বছর বেলদা-হাওড়া লোকাল না চলায় প্রচন্ড সমস্যায় পড়তে হচ্ছে বেলদার ব্যবসায়ী থেকে শুরু করে নিত্যযাত্রীদের।
প্রসঙ্গত বেলদা থেকে হাওড়া যাওয়ার জন্য বেলদা স্টেশনের উপরে নির্ভর করে বেলদা, কেশিয়াড়ি, দাঁতন-২ ব্লক, পূর্ব মেদিনীপুরে এগরা সহ বিস্তীর্ণ এলাকার মানুষ। বেলদা-হাওড়া লোকালের উপরে নির্ভর করে চলত তাঁদের যাতায়াত। কিন্তু ২০২০ সালে করোনার সময় থেকে লোকাল ট্রেন বন্ধ হলে বেলদা-হাওড়া লোকালও বন্ধ করে দেওয়া হয়। তারপর তিন বছর কেটে গেলেও এখনও পর্যন্ত চালু হল না বেলদা থেকে হাওড়াগামী ওই লোকাল ট্রেন।
advertisement
advertisement
বেলদা-হাওড়া লোকাল বন্ধ থাকায় ভিড় বাড়ছে জলেশ্বর লোকালে। এই নিয়ে বারংবার রেল দফতরে ডেপুটেশন দেওয়া হয়েছে বেলদা রেলযাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির তরফে। কিন্তু সমস্যার সুরাহা হয়নি। রেল দফতরের তরফে একই সময়ে বেলদা থেকে খড়গপুরগামী লোকাল চালানো হলেও তা ফলপ্রসূ হয়নি। হাওড়া যাওয়ার তাড়া থাকা যাত্রীরা ওই ট্রেনে বলতে গেলে ওঠেনই না। এই পরিস্থিতিতে বেলদা-হাওড়া লোকাল ট্রেন ফের চালু করার দাবি ক্রমশ তীব্র আকার ধারণ করছে।
advertisement
রঞ্জন চন্দ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 02, 2023 7:46 PM IST
