দিঘা পৌঁছনোর কথা সকাল ১০টায়...! ১২টার পরও ছাড়ল না ট্রেন, হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসে চরম দূর্ভোগের শিকার যাত্রীরা!

Last Updated:
Indian Railways: বাঙালি পর্যটকদের সবথেকে জনপ্রিয় গন্তব্য দিঘা। তাতেও চরম দুর্ভোগ। সাধারণত হাওড়া দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস (১২৮৫৭) ছাড়ার সময় সকাল ০৬:৪৫ মিনিটে এবং দিঘা পৌছে যায় ১০:০৫ মিনিটে। যাত্রা পথ ৩ ঘণ্টা ২০ মিনিট। সেই ট্রেনই কিনা ছয় ছয় ঘণ্টা লেট। আর তাতেই তীব্র হল যাত্রী ক্ষোভ।
1/5
দু-একদিনের ছুটিতে বাঙালি পর্যটকদের সবথেকে জনপ্রিয় গন্তব্য দিঘা। তাতেও চরম দুর্ভোগ। সাধারণত হাওড়া দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস (১২৮৫৭) ছাড়ার সময় সকাল ০৬:৪৫ মিনিটে এবং দিঘা পৌছে যায় ১০:০৫ মিনিটে। যাত্রা পথ ৩ ঘণ্টা ২০ মিনিট। সেই ট্রেনই কিনা ছয় ছয় ঘণ্টা লেট। আর তাতেই তীব্র হল যাত্রী ক্ষোভ।
দু-একদিনের ছুটিতে বাঙালি পর্যটকদের সবথেকে জনপ্রিয় গন্তব্য দিঘা। তাতেও চরম দুর্ভোগ। সাধারণত হাওড়া দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস (১২৮৫৭) ছাড়ার সময় সকাল ০৬:৪৫ মিনিটে এবং দিঘা পৌছে যায় ১০:০৫ মিনিটে। যাত্রা পথ ৩ ঘণ্টা ২০ মিনিট। সেই ট্রেনই কিনা ছয় ছয় ঘণ্টা লেট। আর তাতেই তীব্র হল যাত্রী ক্ষোভ।
advertisement
2/5
সোমবার ট্রেন লেট থাকার কথা আগে জানিয়ে দেওয়া হয়, পরিবর্তিত সময় করা হয় আনুমানিক ১১ টা। সাড়ে ৩ ঘণ্টার যাত্রা পথ আগে থেকেই ৪ ঘণ্টা দেরি। কিন্তু তার পরেও ১১ টার সময় ছাড়েনি ট্রেন।
সোমবার ট্রেন লেট থাকার কথা আগে জানিয়ে দেওয়া হয়, পরিবর্তিত সময় করা হয় আনুমানিক ১১ টা। সাড়ে ৩ ঘণ্টার যাত্রা পথ আগে থেকেই ৪ ঘণ্টা দেরি। কিন্তু তার পরেও ১১ টার সময় ছাড়েনি ট্রেন।
advertisement
3/5
এমনকি কখন ছাড়া হবে! আদৌ ছাড়বে নাকি ক্যানসেল হবে ন্যূনতম জানানোর প্রয়োজন মনে করলেন না রেল কর্তৃপক্ষ। আর তাতেই রেগে আগুন যাত্রী সাধারণ।
এমনকি কখন ছাড়া হবে! আদৌ ছাড়বে নাকি ক্যানসেল হবে ন্যূনতম জানানোর প্রয়োজন মনে করলেন না রেল কর্তৃপক্ষ। আর তাতেই রেগে আগুন যাত্রী সাধারণ।
advertisement
4/5
ঘড়ির কাঁটায় ১১ টা পেরিয়ে গেলেও ট্রেনের টাইম সিডিউল বোর্ডে ট্রেন ছাড়ার সময় সেই ১১ টায় রয়ে গেল। এরপর বেলা ১২টা পরে বাঁধ ভেঙে যায় ধৈর্যের। অপেক্ষারত ক্ষুব্ধ যাত্রীরা যাত্রী অনুসন্ধান অফিসে গিয়ে ক্ষোভ উগরে দেন।
ঘড়ির কাঁটায় ১১ টা পেরিয়ে গেলেও ট্রেনের টাইম সিডিউল বোর্ডে ট্রেন ছাড়ার সময় সেই ১১ টায় রয়ে গেল। এরপর বেলা ১২টা পরে বাঁধ ভেঙে যায় ধৈর্যের। অপেক্ষারত ক্ষুব্ধ যাত্রীরা যাত্রী অনুসন্ধান অফিসে গিয়ে ক্ষোভ উগরে দেন।
advertisement
5/5
পরে ২৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের ঘোষণা করা হয়। তার পরেও দীর্ঘ অপেক্ষা অবশেষে ট্রেনের চাকা গড়ায় ১২ টা ৪০ মিনিটে। সাড়ে ৩ ঘণ্টার রাস্তায় ৬ ঘণ্টা লেট। যাত্রীদের প্রশ্ন, 'হয়রানির একটা সীমা থাকা উচিত নয় কী?'
পরে ২৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের ঘোষণা করা হয়। তার পরেও দীর্ঘ অপেক্ষা অবশেষে ট্রেনের চাকা গড়ায় ১২ টা ৪০ মিনিটে। সাড়ে ৩ ঘণ্টার রাস্তায় ৬ ঘণ্টা লেট। যাত্রীদের প্রশ্ন, 'হয়রানির একটা সীমা থাকা উচিত নয় কী?'
advertisement
advertisement
advertisement