কোলাঘাট-হলদিয়া জাতীয় সড়কের নন্দকুমার মোড় থেকে শুরু হয়েছে নন্দকুমার-দিঘা ১১৬ বি জাতীয় সড়ক। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১১৬ বি জাতীয় সড়ক শুরুর মুখে, নন্দকুমারের শ্রীধরপুর মোড়ে পথচারীদের জন্য ফুট ওভারব্রিজ তৈরির চূড়ান্ত পর্যায়ের কাজ শেষ করার জন্যই ১৮ তারিখ রাত থেকে ৬ ঘণ্টা এই ব্যস্ততম রাস্তা বন্ধ রাখা হবে। ফলে কলকাতা, কোলাঘাট হয়ে দিঘা যেতে গেলে অনেকটা ঘুরপথে যেতে হবে। সেক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর থেকে এগরা যাওয়ার রাস্তা ব্যবহার করতে হবে।
advertisement
আরও পড়ুন: বাংলায় হঠাৎ কংগ্রেসের মিষ্টিমুখ, আনন্দ উৎসব! কেন তা জেনে নিন
ইতিমধ্যেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই রাস্তা বন্ধ থাকার কথা জেলা প্রশাসনকে জানিয়ে দিয়েছে। সেইমতো নোটিস ঝোলানো হয়েছে। ১৮ তারিখ রাত থেকেই কোলাঘাট, কাঁথি, তমলুক থেকে ১১৬ বি জাতীয় সড়কে যাওয়ার পথগুলি বন্ধ করে দেওয়া হবে। বিভিন্ন গাড়ির চালকদেরও বিষয়টি আগেভাগে জানানোর ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এগ বিষয়ে নন্দকুমার থানার ওসি জানান, কলকাতা বা তমলুক থেকে কাঁথি বা দিঘা যাওয়ার গাড়িগুলি অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে। আবার কাঁথি ও দিঘা থেকে আসা গাড়িগুলিকে নরঘাটের কাছ থেকে অন্য পথে ঘুরিয়ে ১১৬ কোলাঘাট-হলদিয়া জাতীয় সড়ক দিয়ে পাস করানো হবে। ফলে ১৮ তারিখ রাতে দিঘা যাওয়ার জন্য জাতীয় সড়ক না ধরাই ভালো।
সৈকত শী