এবার জেলার পথ নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে আই জি, এডি জি জাতীয় সড়ক ও রাজ্য সড়কের দুর্ঘটনা প্রবণ এলাকাগুলি পরিদর্শন করেন। প্রসঙ্গত, সম্প্রতি সেপ্টেম্বর মাসে তমলুকের নিমতৌড়িতে প্রশাসনিক সভা থেকে প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলায় দুর্ঘনার প্রসঙ্গ তুলে ছিলেন। প্রসঙ্গ তুলে তিনি জেলার ব্ল্যাক স্পষ্ট মার্ক করে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছিলেন।
advertisement
আরও পড়ুনঃ ৪৬২ বছরের পুরনো রাস মেলার প্রস্তুতি ময়নাগড়ে
সেই মতো আগেই জেলা পুলিশ ব্লাক স্পষ্টের তালিকা তৈরি করে দফতরে পাঠিয়েছিল। জেলার বিভিন্ন জাতীয় ও রাজ্য সড়কের সেই সমস্ত জায়গা পরিদর্শন করলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এদিন পরিদর্শনে উপস্থিত ছিলেন এডিজি ট্রাফিক সুপ্রীম সরকার, আইজি ট্রাফিক ভরতলাল মিনা, ডি আই জি সুকেশ জৈন, পূর্ব মেদিনীপুর পুলিশ সুপার অমরনাথ কে সহ অন্যান্যরা।
আরও পড়ুনঃ রূপনারায়ণের ভাঙন থেকে শহরকে বাঁচাতে তৎপর পৌর প্রশাসন
এসপি ট্রাফিক পূর্ব মেদিনীপুর পবিত্র কুমার বারিক জানান, ট্রাফিক ব্যবস্থাকে আরও সুন্দরভাবে সাজাতে কি কি করনীয় রয়েছে, কোথায় কি ব্যবস্থা গ্রহন করা দরকার, সচেতনতার প্রচার আরও বাড়ানোর বিষয়গুলি আলোচনা করা হয় এদিন। এদিন এলাকা পরিদর্শনে পাশাপাশি পুলিশ সুপারের দফতরে বৈঠকও অনুষ্ঠিত হয়। ট্রাফিক ব্যবস্থাকে আরও সুন্দর ভাবে সাজাতেই এই পরিদর্শন।
Saikat Shee