মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে হলদিয়া ভবানীপুর থানায়। ভবানীপুর থানা পুলিশ ১১৫টি মোবাইল উদ্ধার করে আসল মালিকের হাতে ফোনগুলি ফেরত দিল। হলদিয়ার ভবানীপুর থানায় হলদিয়ার এসডিপিও রাহুল পান্ডে তাদের হাতে মোবাইল তুলে দেয়। এছাড়া উপস্থিত ছিলেন ভবানীপুর থানার ওসি। দেখাচ্ছে ওই ১১৫ টি মোবাইল চুরি যাওয়ার বা হারিয়ে যাওয়ার ঘটনায় এক পুলিশকর্মীরও মোবাইল রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ নন্দীগ্রামের বিভিন্ন মাছের বাজারে মৎস্য দফতরের হানা
পুলিশের হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ভবানীপুর থানার পুলিশ ওই পুলিশ কর্মীর হাতে তুলে দেয়। ওই পুলিশ কর্মীর নাম হল রানা ব্যানার্জি। পুলিশ কর্মী হয়েও তার মোবাইল ফোনটি চুরি যায়। তারপর থানায় তিনি লিখিত অভিযোগ জানান। ১১৫ টি মোবাইল উদ্ধারের মধ্যে তার মোবাইলটিও উদ্ধার হয়। ১১৫ টি মোবাইল উদ্ধারের পর আসল মালিকের হাতে তুলে দেওয়ার সময় দেখা যায় মোবাইলগুলি সমাজের বিভিন্ন স্তরের মানুষজনের।
আরও পড়ুনঃ আবারও হলদিয়া শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা!
যেমন কলেজ পড়ুয়া থেকে অফিস কর্মচারী বা দৈনন্দিন কাজের সঙ্গে যুক্ত এমন মানুষেরও মোবাইল রয়েছে। মোবাইল হাতে পেয়ে খুশি মালিকেরা। হলদিয়া ডাক্তারি পড়তে আসা ২ ছাত্রী জানিয়েছেন, 'প্রায় সাত মাস আগে বাস থেকে তাদের মোবাইল হারিয়ে যায়। থানায় লিখিত অভিযোগ জানিয়েছিল। মোবাইল হাতে পেয়ে ভালোই লাগছে তাদের।'
Saikat Shee