TRENDING:

Purba Medinipur News: নিখোঁজ ভাইয়ের নিথর দেহের খোঁজ পেল দাদা

Last Updated:

অবশেষে নিখোঁজ ভাইয়ের খোঁজ মিলল কিন্তু পাওয়া গেল নিথর দেহ। এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকা নিজের ভাইয়ের পচা গলা মৃতদেহ খুঁজে পেল দাদা। আর এমনিতেও উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় পটাশপুরের পঁচেটগড় এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটাশপুর : অবশেষে নিখোঁজ ভাইয়ের খোঁজ মিলল কিন্তু পাওয়া গেল নিথর দেহ। এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকা নিজের ভাইয়ের পচা গলা মৃতদেহ খুঁজে পেল দাদা। আর এমনিতেও উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় পটাশপুরের পঁচেটগড় এলাকায়। ১৭ নভেম্বর বাড়ি থেকে রাস মেলায় যাওয়ার উদ্দেশ্যে সাইকেল নিয়ে বেরিয়েছিল এগরা থানার কৈথড় এলাকার বছর কুড়ি যুবক বিকাশ দে। তারপর আর বাড়ি ফেরেনি। বাড়ির লোক বিস্তর খোঁজাখুঁজি করলেও খোঁজ মেলে নি। তাই নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ জমা করে এগরা থানায়।
advertisement

প্রায় এক সপ্তাহ পর নিখোঁজ থাকার পর বিকাশ দে এর মৃতদেহ উদ্ধার হল ২৩ নভেম্বর বুধবার। এদিন বিকাশদের দাদা সুভাষ দে নিজের ভাইয়ের মৃতদেহ খালপাড়ে পড়ে থাকতে দেখে প্রথম। পটাশপুর ২ নম্বর ব্লকের পঁচেট ৪ নং গ্রাম পঞ্চায়েত এর রামচন্দ্রপুর এলাকার খাল পাড়ে খুঁজে পায় ভাইয়ের মৃতদেহ। বিকাশ দে পেশায় দিনমজুরের কাজ করতেন, ওই যুবক এক সপ্তাহ ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন।

advertisement

আরও পড়ুনঃ ফুল ফুটলেই খুশির জোয়ার ওঠে পাঁশকুড়ার ফুল চাষীর পরিবারে!

২১ নভেম্বর সোমবার পরিবার থেকে এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এদিন হঠাৎ মৃতদেহর দাদা সুভাষ দে তিনি ভাইয়ের খোঁজে ঘর থেকে বের হন। বেরিয়ে দেখেন জঙ্গলের কাছে ভাইয়ের সাইকেল পড়ে থাকতে দেখে, ওই সাইকেলকে নিশানা করে খালপাড় এলাকায় এসে খুঁজে দেখেন ওই খাল পাড়েই ভাইয়ের মৃতদেহ পড়ে রয়েছে। বিকাশ দে এর দাদা সুভাষ দে পটাশপুর থানায় খবর দিলে পটাশপুর থানার পুলিশ ও এগরা থানার পুলিশ এসেছে মৃতদেহ উদ্ধার করে।

advertisement

আরও পড়ুনঃ হাসপাতাল চত্বরে পার্কের আগাছা পরিষ্কার, হাত লাগালেন কাউন্সিলর

পুলিশের অনুমান প্রমাণ লোপাটের চেষ্টার জন্য খালপাড় জঙ্গলে ওই দেহকে মেরে ওই জায়গার উপর কিছুটা অংশ পুড়িয়ে দেয়, অভিযুক্ত পালিয়ে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান হয়েছে। পরিকল্পনা মাফিক খুন নাকি অন্য কিছু তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: নিখোঁজ ভাইয়ের নিথর দেহের খোঁজ পেল দাদা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল