প্রায় এক সপ্তাহ পর নিখোঁজ থাকার পর বিকাশ দে এর মৃতদেহ উদ্ধার হল ২৩ নভেম্বর বুধবার। এদিন বিকাশদের দাদা সুভাষ দে নিজের ভাইয়ের মৃতদেহ খালপাড়ে পড়ে থাকতে দেখে প্রথম। পটাশপুর ২ নম্বর ব্লকের পঁচেট ৪ নং গ্রাম পঞ্চায়েত এর রামচন্দ্রপুর এলাকার খাল পাড়ে খুঁজে পায় ভাইয়ের মৃতদেহ। বিকাশ দে পেশায় দিনমজুরের কাজ করতেন, ওই যুবক এক সপ্তাহ ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন।
advertisement
আরও পড়ুনঃ ফুল ফুটলেই খুশির জোয়ার ওঠে পাঁশকুড়ার ফুল চাষীর পরিবারে!
২১ নভেম্বর সোমবার পরিবার থেকে এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এদিন হঠাৎ মৃতদেহর দাদা সুভাষ দে তিনি ভাইয়ের খোঁজে ঘর থেকে বের হন। বেরিয়ে দেখেন জঙ্গলের কাছে ভাইয়ের সাইকেল পড়ে থাকতে দেখে, ওই সাইকেলকে নিশানা করে খালপাড় এলাকায় এসে খুঁজে দেখেন ওই খাল পাড়েই ভাইয়ের মৃতদেহ পড়ে রয়েছে। বিকাশ দে এর দাদা সুভাষ দে পটাশপুর থানায় খবর দিলে পটাশপুর থানার পুলিশ ও এগরা থানার পুলিশ এসেছে মৃতদেহ উদ্ধার করে।
আরও পড়ুনঃ হাসপাতাল চত্বরে পার্কের আগাছা পরিষ্কার, হাত লাগালেন কাউন্সিলর
পুলিশের অনুমান প্রমাণ লোপাটের চেষ্টার জন্য খালপাড় জঙ্গলে ওই দেহকে মেরে ওই জায়গার উপর কিছুটা অংশ পুড়িয়ে দেয়, অভিযুক্ত পালিয়ে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান হয়েছে। পরিকল্পনা মাফিক খুন নাকি অন্য কিছু তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Saikat Shee