Purba Medinipur News: ফুল ফুটলেই খুশির জোয়ার ওঠে পাঁশকুড়ার ফুল চাষীর পরিবারে!

Last Updated:

ফুল ফুটলেই খুশির জোয়ার ওঠে পাঁশকুড়ার ফুল চাষীদের পরিবারে। পাঁশকুড়া ফুল চাষ নিয়ে এবার আশাবাদী ফুল চাষীরা। পূর্ব মেদনীপুর জেলার পাঁশকুড়া ব্লক। পাঁশকুড়া ব্লক এ ধানের পাশাপাশি শাকসবজি ও ফুলের চাষ হয় ব্যাপক পরিমাণে।

+
পাঁশকুড়ার

পাঁশকুড়ার ফুলের ক্ষেত 

#পাঁশকুড়া : ফুল ফুটলেই খুশির জোয়ার ওঠে পাঁশকুড়ার ফুল চাষীদের পরিবারে। পাঁশকুড়া ফুল চাষ নিয়ে এবার আশাবাদী ফুল চাষীরা। পূর্ব মেদনীপুর জেলার পাঁশকুড়া ব্লক। পাঁশকুড়া ব্লক এ ধানের পাশাপাশি শাকসবজি ও ফুলের চাষ হয় ব্যাপক পরিমাণে। বিশেষ করে শীতকালে পাঁশকুড়ার ফুল চাষ অন্য মাত্রা এনে দেয়। রাস্তা দিয়ে দেখা যায় সারি সারি ফুলের ক্ষেত। ফুল যেমন অপরূপ শোভা বর্ধন করে তেমনি পাঁশকুড়ার ফুল চাষীদের ঘরে আনে আর্থিক স্বচ্ছলতা। নভেম্বর মাসের ভোর কিংবা গোধূলি জানান দেয় শীতের আগমন।
শীত এলেই নলেন গুড়, পিঠাপুলি, পিকনিক আপনা আপনি বাঙালির মনে চলে আসে ঠিক সে রকমই শীত মানেই পাঁশকুড়ার ফুল চাষ ফুলের ক্ষেত। সম্প্রতি ও শেষ কয়েক বছর ফুলের অপরূপ শোভা দেখতে পাঁশকুড়ায় আসছেন বহু ফুল প্রেমী পর্যটকেরা। পাঁশকুড়ার কাঁসাই নদীর দুই পাড়ে উর্বর মাটিতে মাথার ঘাম পায়ে ফেলে ফুল ফুটিয়ে তোলেন পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকার ফুল চাষিরা।
advertisement
আরও পড়ুনঃ হাসপাতাল চত্বরে পার্কের আগাছা পরিষ্কার, হাত লাগালেন কাউন্সিলর
ফুল শুধু শোভা বর্ধনের জন্য নয়, পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকায় চাষীদের রোজগারের এটি একটি অন্যতম মাধ্যম। তাই সবজির পাশাপাশি ফুল চাষ করে থাকেন পাঁশকুড়ার চাষীরা। কিন্তু গত দু'বছর করোনার কারণে ফুল চাষ থেকে ক্ষতির মুখ দেখেছিল ফুল চাষিরা। এবারে ফুল চাষীরা আশাবাদী ফুল ভারতসহ বিদেশের বাজারে রপ্তানি হবে। আর ঘরে আসবে আর্থিক স্বচ্ছলতা। বর্তমানে পাঁশকুড়া ব্লকের বিস্তীর্ণ এলাকায় ফুল চাষীরা ব্যস্ত ফুলের ক্ষেত পরিচর্যায়। ফুল চাষিরা জানিয়েছেন ডিসেম্বর মাস থেকে বাগান থেকে শুরু হবে ফুল তোলার কাজ।
advertisement
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: ফুল ফুটলেই খুশির জোয়ার ওঠে পাঁশকুড়ার ফুল চাষীর পরিবারে!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement