তমলুকের থিমের কালীপুজো গুলির মধ্যে কয়েকটি কালী পুজো হল হরির বাজার অ্যাথলেটিক ক্লাবের কালীপুজো। এবারে তাদের পুজোর থিম আইএনএস বিক্রান্ত। ভারতীয় প্রযুক্তিতে নবনির্মিত যুদ্ধজাহাজ নৌ সেনাদের হাতে তুলে দেওয়া হয়েছে সম্প্রতি। যুদ্ধ জাহাজের আদলেই তৈরি হয়েছে প্রতিমা। কাঠও প্লাইউড নির্মিত হয়েছে পুজো মণ্ডপ। মণ্ডপের ভিতরে সুদৃশ্য প্রতিমা।
আরও পড়ুন: কিছুক্ষণের মধ্যেই আসছি! আর ফেরা হল না বাবা-মায়ের! কারণ জানলে শিউরে উঠবেন
advertisement
তমলুকের আরেকটি পুজো মণ্ডপ হল মালি জঙ্গলপাড়ার ৪২ এর পল্লী। তাদের থিম আদিবাসী সমাজ। মণ্ডপের দেওয়াল চিত্রে তুলে ধরা হয়েছে আদিবাসী সমাজের জীবনযাত্রা। ভেতরে আদিবাসী আদলে গড়ে ওঠা কালী প্রতিমা। এছাড়া ১৩ নম্বর ওয়ার্ডের সবুজ পাতা সংঘের কালী পূজাও নজর কাড়া থিমের। মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে স্বপ্নের জগতের সঙ্গে বাস্তবের মেলবন্ধন। মণ্ডপের সাজ সজ্জায় রয়েছে মানব-মানবীর প্রতিমূর্তি। মায়ের কোলে শিশুর প্রতিমূর্তি। মণ্ডপের ভেতর অর্ধ চন্দ্রের উপর বসমান কালী প্রতিমা। প্রতিটি পুজো উদ্যোক্তাদেরই সূচী অনুসারে রাত্রিকালীন সঙ্গীতানুষ্ঠান ও অন্যান্য অনুষ্ঠান রয়েছে।
Saikat Shee