Midnapore News: কিছুক্ষণের মধ্যেই আসছি! আর ফেরা হল না বাবা-মায়ের! কারণ জানলে শিউরে উঠবেন
- Published by:Piya Banerjee
Last Updated:
Midnapore News: ছেলেকে আসছি বলে এক সঙ্গে চলে যান দম্পতি! কিন্তু সেই কিছুক্ষণ আর শেষ হল না! জানুন কী হল আদিবাসী দম্পতির সঙ্গে!
#পশ্চিম মেদিনীপুর: প্রাতঃক্রিয়া সারতে গিয়ে পুকুর পাড়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু আদিবাসী দম্পতির। এলাকায় উত্তেজনা। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর কোতোয়ালী থানার পাঁচখুরি ২ নং অঞ্চলের মোড়কা গ্রামে। মৃত দম্পতির নাম বাপি মান্ডি, মংলী মান্ডি। মৃত দম্পতির ছেলে বাপ্পা মান্ডি জানান, গতকাল রাতে তার মা বাবা বাড়িতে বলে যায়, কিছুক্ষণের মধ্যে আসছি। কিন্তু তারপর আর ফেরেনি। বাড়ির লোকেরা খোঁজাখুঁজি করলে বাড়ির অদূরে ধানজমির মাঝে পুকুর থেকে দু'জনের মৃতদেহ উদ্ধার হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, পাঁচখুরি ২ নং অঞ্চলের পঞ্চায়েত সদস্য সেখ সৈয়দ আলী তার পুকুরে বিদ্যুতের তার দিয়ে ঘিরে রেখেছিল, যাতে কেউ পুকুর থেকে মাছ চুরি না করতে পারে। কিন্তু এবিষয়ে তিনি আশেপাশের মানুষকে কিছুই জানাননি। যার ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃতের পরিবার পুকুর মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ। তবে ক্ষুব্ধ গ্রামবাসীরা মৃতদেহ নিয়ে যেতে বাধা দেয় পুলিশকে।
advertisement
advertisement
ঘটনার পর বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সেখ সৈয়দ আলী।অন্যদিকে ঘটনার পরেই ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় এবং রাজ্য সড়ক অবরোধ করে দোষী ব্যাক্তির গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা গিয়ে দীর্ঘক্ষণ বোঝানোর পর প্রায় দুপুর ১২ টা নাগাদ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে সেটা ময়নাতদন্ত এবং আনুসাঙ্গিক তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে জানা যাবে। মেদিনীপুর কোতোয়ালী থানার পাঁচখুরি অঞ্চলের মোড়কা গ্রামে বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার তদন্তে গিয়ে এমনটাই জানালেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পিনাকি দত্ত। তবে মাছ চুরি আটকাতে পুকুরের পাড়ে বিদ্যুতের তার দেওয়া ছিল কিনা সে বিষয়ে তিনি বলেন, সবটাই তদন্তের আওতায় রাখা হয়েছে। অভিযুক্ত পঞ্চায়েত সদস্য গ্রেফতার হয়নি। অভিযোগের ভিত্তিতে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে বলেই জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।
advertisement
Partha Mukherjee
Location :
First Published :
October 26, 2022 8:32 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Midnapore News: কিছুক্ষণের মধ্যেই আসছি! আর ফেরা হল না বাবা-মায়ের! কারণ জানলে শিউরে উঠবেন